Recruitment : ৪ হাজারের বেশি পদে নিয়োগ ৪০১টি একলব্য মডেল স্কুলে, জানুন বিস্তারিত

Recruitment : ৪ হাজারের বেশি পদে নিয়োগ ৪০১টি একলব্য মডেল স্কুলে, জানুন বিস্তারিত

দেশের আদিবাসী পড়ুয়াদের শিক্ষাগত উন্নতির জন্য প্রতিষ্ঠিত ৪০১টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে ৪ হাজারের বেশি শিক্ষক ও শিক্ষাকর্মী পদে হবে নিয়োগ। সেই মর্মে ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টস (নেস্টস) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী মোট শূন্যপদ ৪০৬২টি।
শূন্যপদ- ৩০৩ জন প্রিন্সিপাল,
২,২৬৬ জন পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক,
৩৬১ জন অ্যাকাউন্ট্যান্ট,
৭৫৯ জন জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট/ ক্লার্ক,
৩৭৩ জন ল্যাব অ্যাটেন্ড্যান্ট

আবেদনের খরচ – জেনারেল – ২ হাজার টাকা,
ওবিসি- ১৫০০ টাকা,
অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া- ১০০০ টাকা

আবেদনের শেষ দিন- ৩১ জুলাই, ২০২৩

নিয়োগ পদ্ধতি- শিক্ষক, শিক্ষাকর্মী ও প্রিন্সিপাল পদে নিয়োগের জন্য কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে। শিক্ষকপদের জন্য পরীক্ষা হবে ১৮০ মিনিট, শিক্ষাকর্মী পদের নিয়োগের পরীক্ষা ১৫০ মিনিট। প্রিন্সিপালদের নিয়োগের ক্ষেত্রে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার পরে ইন্টারভিউ নেওয়া হবে।
বিস্তারিত জানতে ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টস (নেস্টস)-এর ওয়েবসাইট www.emrs.tribal.gov.in দেখুন।

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ