মিড ডে মিলের চাল-ডাল চুরি করতে গিয়ে পাকড়াও গুনধর শিক্ষক

মিড ডে মিলের চাল-ডাল চুরি করতে গিয়ে পাকড়াও গুনধর শিক্ষক

শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে এখনও গোটা রাজ্যে উত্তপ্ত। কিছুদিন আগে শোনা গিয়েছিল নিয়মিত স্কুল না আসা নিয়ে বিক্ষোভ দেখায় অভিভাবকরা। এরই মাঝে আরও এক আশ্চর্য ঘটনা সামনে এলো। স্কুলের বাচ্চাদের মিড ডে মিলের খাবার চুরি করছে শিক্ষক। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার বনগাঁর কমলাপুরের প্রাথমিক স্কুলের। অভিযুক্ত শিক্ষকে আটকে বিক্ষোভ করেন অভিভাবকরা।

সূত্রের খবর , দীর্ঘদিন ধরে স্কুলের মিড ডে মিলের দায়িত্বে ছিলেন এই পার্শ্ব শিক্ষক। অভিযুক্ত শিক্ষকের নাম প্রণব কুমার চন্দ্র। আজ স্কুল ছুটি থাকায় স্কুলে এসে মিড ডে মিলের চাল-ডাল-আলু চুরি করেন এই শিক্ষক। এর আগেও নাকি তিনি এমন কাজ করেছেন অভিযোগ অভিভাকদের।

এপ্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন , প্রণব কুমার চন্দ্রই স্কুলের মিড ডে মিলের সমস্ত বাজার করে থাকেন। তাই সে মিড ডে মিলের সবটাই তার কাছে থাকে। ছুটির দিনে এমন কাজ করায় হতে নাতে ধরা পড়েন শিক্ষক। এরপরই অভিযুক্ত শিক্ষককে শিক্ষকদের রুমে আটকে রেখে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খবর দেওয়া হয় বনগাঁ থানার পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ এসে উদ্ধার করে ওই শিক্ষককে।

অভিযোগকারী শাহাজান মণ্ডল জানিয়েছেন,” স্কুল ছুটির দিনে স্কুলে এসে চাল, ডাল, আলু, পেঁয়াজ চুরি করে নিয়ে যাচ্ছিলেন স্কুল শিক্ষিক। হাতেনাতে ধরি আমরা। এরআগেও অনেকবার এমন কাজ করেছেন। আমরা চাই যেন ওই শিক্ষকের আর চাকরি না থাকে”।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ