Jhargram Recruitment : ঝাড়গ্রাম জেলায় একাধিক পদে নিয়োগ, জানুন বিস্তারিত

Jhargram Recruitment : ঝাড়গ্রাম জেলায় একাধিক পদে নিয়োগ, জানুন বিস্তারিত

ঝাড়গ্রাম জেলা সিএমওএইচ-এর অধীনে একাধিক পদে স্পেশালিস্ট মেডিকেল অফিসার ও অ্যাকাউন্ট্যান্ট নিয়োগ করা হবে। সেই মর্মে জেলা প্রশাসনের তরফে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা ও ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে।

পদ- স্পেশালিস্ট মেডিকেল অফিসার (মেডিসিন)
শূন্যপদ- ১টি
শিক্ষাগত যোগ্যতা- এনএমসি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস এবং পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা ডিএনবি ইন মেডিসিন। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে নথিভুক্তিকরণ আবশ্যক।

পদ- স্পেশালিস্ট মেডিকেল অফিসার (পিডিয়াট্রিক্স)
শূন্যপদ- ১টি
শিক্ষাগত যোগ্যতা- এনএমসি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস এবং পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা ডিএনবি বা ডিপ্লোমা ইন পিডিয়াট্রিক মেডিসিন। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে নথিভুক্তিকরণ আবশ্যক।

পদ- স্পেশালিস্ট মেডিকেল অফিসার (জি অ্যান্ড ও)
শূন্যপদ- ১টি
শিক্ষাগত যোগ্যতা- এনএমসি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস এবং পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা ডিএনবি বা ডিপ্লোমা ইন গাইনিকোলজি অ্যাড অবস্টেট্রিকস। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে নথিভুক্তিকরণ আবশ্যক।

পদ- স্পেশালিস্ট মেডিকেল অফিসার (অপথ্যালমোলজিস্ট)
শূন্যপদ- ১টি
শিক্ষাগত যোগ্যতা- এনএমসি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস এবং পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা ডিএনবি বা ডিপ্লোমা ইন অপথ্যালমোলজি। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে নথিভুক্তিকরণ আবশ্যক।
স্পেশালিস্ট মেডিকেল অফিসার পদগুলির জন্য সান্মানিক দৈনিক ৩ হাজার টাকা।

পদ- অ্যাকাউন্ট্যান্ট (আয়ুষ)
শূন্যপদ- ১টি
যোগ্যতা- মাধ্যমিক পাশ। অবশ্যই অবসরপ্রাপ্ত রাজ্য সরকারের কর্মচারী হতে হবে।
বেতন- মাসিক ১২ হাজার টাকা।

উল্লিখিত সব কয়টি পদের জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৬২ বছর।
ওয়াক-ইন-ইন্টারভিউ উপস্থিতি ও ভেরিফিকেশনের তারিখ – ১৫ সেপ্টেম্বর, ২০২৩ (সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা)
স্থান- সিধু কানু হল, ঝাড়গ্রাম, জেলাশাসক দপ্তর।
★ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ★

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ