প্রজাতন্ত্র দিবস : একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হওয়ার দিন

২৬ জানুয়ারি। ভারতের প্রজাতন্ত্র দিবস। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি তারিখে ঘোষিত হয়েছিল দেশের সংবিধান। সেই দিন থেকেই রিপাবলিক অফ ইন্ডিয়া একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হল। যা এখন একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র দেশ।

দীর্ঘ সংগ্রামের পর ১৯৪৭ সালের ১৫ আগস্ট দেশ স্বাধীন হয়। কিন্তু তারপর ছিল সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। সুষ্ঠ ভাবে সদ্য অঙ্কুরিত স্বাধীনতা ও দেশ পরিচালনার পরীক্ষা। সেই লক্ষ্যে ১৯৪৭ সালের ২৮শে আগস্ট একটি স্থায়ী সংবিধান রচনার জন্য ড্রাফটিং কমিটি গঠন করা হয়। কমিটির চেয়ারম্যান ছিলেন ভীমরাও রামজি আম্বেডকর। ১৯৪৭ এর ৪ঠা নভেম্বর কমিটি খসড়া সংবিধান প্রস্তুত করে গণপরিষদে জমা দেয়। এর পরে দীর্ঘ ২ বছর ১১ মাস ১৮ দিন ব্যাপী চলে সেই খসড়া নিয়ে আলোচনা। গণপরিষদে বসে ১৬৬ টি অধিবেশন। অবশেষে বহু সংশোধনীর পর ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর সেই সংবিধান গৃহীত হয়। ২৪ জানুয়ারি গণপরিষদের ৩০৮ জন সদস্য চূড়ান্ত সংবিধানের হাতে লেখা নথিতে চূড়ান্ত স্বাক্ষর করেন। ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি থেকে কার্যকর হয় স্বাধীন ভারতের সংবিধান। শুরু হয় বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের পথ চলা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ