One Nation One Election : এবার কি সারা দেশে একবারই ভোট! প্রস্তাব খতিয়ে দেখতে প্রাক্তন রাষ্ট্রপতির নেতৃত্বে কমিটি

One Nation One Election : এবার কি সারা দেশে একবারই ভোট! প্রস্তাব খতিয়ে দেখতে প্রাক্তন রাষ্ট্রপতির নেতৃত্বে কমিটি

এবার কি তবে সারা দেশে একবারই ভোট! ‘এক দেশ এক ভোট’ নীতির এমন প্রস্তাব অনেক আগেই এসেছিল। এবার তার কার্যকারিতা খতিয়ে দেখতে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে কমিটি গঠন করলো নরেন্দ্র মোদীর সরকার।

কেন্দ্র ‘এক দেশ এক ভোট’ চালু করার জন্য আইন কমিশনের দ্বারস্থ হবে বলে বাদল অধিবেশনে রাজ্যসভায় জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল। সূত্রের খবর, আইন কমিশনের সঙ্গে এই বিষয়ে আলোচনার পরেই প্রাক্তন রাষ্ট্রপতির নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী আগামী ১৮ সেপ্টেম্বর থেকে পাঁচ দিনের জন্য সংসদের বিশেষ অধিবেশন ডাকার কথা ঘোষণা করেছেন। সম্ভাবনা, সেখানে ‘এক দেশ এক ভোট’ সংক্রান্ত বিল পাশ করানো হতে পারে।

বিজেপি অনেক আগে থেকেই ‘এক দেশ এক ভোট’ সংক্রান্ত নীতি প্রয়োগের কথা বলে আসছে। যুক্তি, নির্বাচনের খরচ কমবে, লোকসভাবিধানসভা দু’টি নির্বাচন একসাথে হওয়ায় সরকারি কর্মীদের কাজের চাপ কমবে, ভোটের আদর্শ আচরণ বিধির জন্য সরকারের উন্নয়নমূলক কাজ বারংবার থমকে যাবে না। অন্যদিকে ‘এক দেশ এক ভোট’ পদ্ধতির সমালোচনায় মুখর বিরোধীরা। এই নির্বাচন অনেকটা আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের মতো হবে বলে বক্তব্য তাঁদের। বিরোধী নেতৃত্বের অভিযোগ, এই নীতি যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং সংসদীয় গণতন্ত্রিক ভাবনার পরিপন্থী।

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ