Friday, September 29, 2023

Birbhum Durga Puja : দেবী বৈষ্ণব মতে পুজো পান বীরভূমের সিউড়িতে

প্রকাশিত:

- Advertisement -

আসন্ন বাঙালির শ্রেষ্ঠ উৎসব, দুর্গোৎসব(Durga Puja)। সারা রাজ্যে, দেশে বিদেশে তা পালিত হবে মহাসমারোহে। পুজো বলতেই মফস্বলের বাঙালি আকৃষ্ট হয়ে কলকাতার পুজো গুলোর প্রতি। বিশেষত বিগত কিছু বছরে থিমের পুজো বিশেষ ভাবে জায়গা করে নিয়েছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে। পঞ্চমী থেকে কলকাতার বিখ্যাত পুজোগুলি দেখতে রাস্তায় ঢল নামে মানুষের। তালমিলিয়ে আধাশহর, জেলা শহর ও মফস্বলগুলিও থিমের পুজোয় মেতে উঠেছে। কিন্তু আমাদের বাংলার গ্রামগুলির আনাচে কানাচে ছড়িয়ে আছে কত বিখ্যাত, পরিচিত, অপরিচিত পুজো। বিচিত্র তাদের নিয়ম, রীতি। এমনকি জাঁকজমকেও মায়ের আরাধনায় পিছিয়ে থাকেনা গ্রাম বাংলার পুজোগুলি(Gram Banglar Durga Puja)।

তেমনই এক পুজো বীরভূমের সিউড়ির বসাক বাড়ির। যদিও এই পুজোর সূত্রপাত ওপার বাংলায়। বৈষ্ণব মতে বাংলাদেশের ঢাকার ধামরাই গ্রামে শুরু হয়ে ছিল বসাক বাড়ির পুজো। তারপর দেশভাগ। ছিন্নমূল হয়ে দুই বাংলায় ছড়িয়ে পড়েন বাঙলিরা। বাংলাদেশ থেকে বসাক পরিবার বীরভূমের সিউড়িতে এসে বসত শুরু করেন৷ তারপর সিউড়িতেই শুরু হয়ে বৈষ্ণব মতে মায়ের আরাধনা। বজায় থাকে সাবেক পুজোর ঐতিহ্য।

সিউড়ির বসাক বাড়িতে পঞ্চমী থেকেই শুরু হয়ে যায় মাতৃবন্দনা। দেশভাগের সময় বাংলাদেশ অর্থাৎ তৎকালীন পূর্ববঙ্গ থেকে বসাক বাড়ির পূর্বপুরুষরা সঙ্গে এনে ছিলেন মনসা দেবীর ঘট৷ রীতি মেনে পঞ্চমীতে প্রথমে হয় মনসা দেবীর পুজো৷ তারপর চলে নিয়ম মতে দেবী মহামায়ার আরাধনা। বৈষ্ণব মতে পুজো হওয়ায় পঞ্চমী থেকে দশমী বসাক বাড়িতে প্রবেশ করে না কোনো রকম আমিষ খাবার৷ আগে মাটির প্রতিমায় পুজা হলেও এখন দেবী ধাতুমূর্তিতে পূজিতা হন। ফলে হয় না দশমীর প্রতিমা নিরঞ্জনও। দশমীতে হয় শুধুমাত্র ঘট বিসর্জন। বসাক বাড়ির এই পুজো দুই বাংলার সাবেক ঐতিহ্য বহন করে চলেছে প্রায় ৩০০ বছরেরও বেশি সময় ধরে৷

আরও পড়ুন:  Burdwan Durga Puja : মহালয়াতেই বিসর্জন! বার্নপুরের ধেনুয়া গ্রামে ১ দিনে সারা হয় দেবীর পুজো

 

x

Latest articles

চাকরির দেওয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাৎ, তৃণমূল নেতাকে কলার ধরে বেধড়ক মার

ফের অস্বস্তিতে শাসক দল। আবারও টাকা নিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে।...

মিড ডে মিলের চাল-ডাল চুরি করতে গিয়ে পাকড়াও গুনধর শিক্ষক

শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে এখনও গোটা রাজ্যে উত্তপ্ত। কিছুদিন আগে শোনা গিয়েছিল নিয়মিত স্কুল...

New York Durga Puja : নিউ ইয়র্কে হয় একাধিক দুর্গাপুজো, কোমর বাঁধছেন শহরের বাঙালিরা

যত সময় গিয়েছে নিউইয়র্ক শহরে বেড়েছে বাঙালির সংখ্যা। সেই সঙ্গে বৃদ্ধি পেয়েছে পুজো সংখ্যাও।...

Canada Durga Puja : পুজোয় উইন্ডসরে এক টুকরো বাঙালিয়ানা, অপেক্ষায় প্রবাসীরা

আপনি যেখানেই যান, কপাল নয়, সঙ্গে পাবেন 'বাঙালি'কে। আর বাঙালি যেখানেই যায়, সেখানে বহন...

আরও খবর

Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

আজ ২৩শে সেপ্টেম্বর ২০২৩ পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের চার জেলায় কেমন আবহাওয়া(Weather) থাকতে পারে আসুন দেখে...

Land Buy : জমি বাড়ি কিনলেই ‘দুয়ারে দলিল’ পরিষেবা

জমি বাড়ি (Land Buy) কিনলেই খুব সহজেই এবার পেয়ে যাবেন দলিল। দলিল পেতে ক্রেতাদের...

Jadavpur University : স্বয়ং উপাচার্যই নাকি র‍্যাগিং-এর শিকার! ফের অভিযোগ যাদবপুরে

যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে একের পর এক তথ্য উঠে আসছে এখনও। ছাত্র মৃত্যুর ঘটনার প্রায়...