- Advertisement -
বুধবার উল্টোরথ টানার সময় মর্মান্তিক দুর্ঘটনা ত্রিপুরার উনকোটি জেলার কুমারঘাটে। রথের চূড়ার সঙ্গে বিদ্যুতের তারের সংযোগে আগুন লেগে ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত ১৫ জন।
সূত্রের খবর, বুধবার বিকাল ৪টে নাগাদ উল্টোরথ যাত্রা চলছিল কুমারঘাটে। রথের দড়ি টানছেন প্রায় হাজারেরও বেশি পুণ্যার্থী। সেই সময়ে লোহার রথের চূড়া ১৩৩ কিলোভোল্টের বৈদ্যুতিক তার স্পর্শ করে। মুহূর্তে আগুন লেগে যায়। অগ্নিদগ্ধ হয়ে এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত ১৫ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা টুইটে শোকপ্রকাশ করেছেন। সেই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে রাজ্য সরকারের তরফে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।