Tripura : রক্তাক্ত উপনির্বাচন! পুলিশকর্মীকে ছুরি কোপ, আক্রান্ত সাংবাদিক, অভিযুক্ত বিজেপি

উপনির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠলো ত্রিপুরার একাধিক এলাকা। পরিবারের সঙ্গে ভোট দিতে যাওয়ায় এক পুলিশ কর্মীকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। উঠেছে সাংবাদিকদের উপরও হামলার অভিযোগ।

বৃহস্পতিবার ত্রিপুরায় ত্রিপুরার চারটি বিধানসভা কেন্দ্রতে চলছে উপনির্বাচন। তারই মধ্যে একাধিক এলাকায় বিভিন্ন উত্তেজনা মূলক ঘটনার অভিযোগ উঠেছে। আগরতলা অভয়নগর এলাকায় এক পুলিশ কর্মীকে ছুরি দিয়ে কোপ মারার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। আক্রান্তের অভিযোগ, পরিবারের সঙ্গে ভোট দিতে গেলে তাঁকে বাড়ি ফিরে যেতে বলা হয়। কিন্তু তিনি প্রতিবাদ করায় আক্রান্ত হন। বরদোয়ালিতে ৫৩ নং বুথে স্থানীয় বাসিন্দাকে মারধরের অভিযোগ উঠেছে। তাৎপর্যপূর্ণ ভাবে বড়দোয়ালির একটি কেন্দ্রে শুভম দেবনাথ নামে এক সাংবাদিক আক্রান্ত হওয়ার অভিযোগ এনেছেন বিজেপির বিরুদ্ধে। ভোটের খবর করতে গিয়ে তিনি আক্রান্ত হন বলে জানা গিয়েছে। তাঁর প্রেস কার্ড, ফোন ছিনিয়ে নেওয়া হয়। মোটর সাইকেল ভেঙে দেওয়া হয়। এছাড়াও বিজেপির বিরুদ্ধে বিভিন্ন বুথ স্তরে পোলিং এজেন্টদের বুথে ঢুকতে না দেওয়ার অভিযোগ এনেছেন বিরোধীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ