Bank : কোন ব্যাঙ্কে নিরাপদ আপনার টাকা, তালিকা প্রকাশ রিজার্ভ ব্যাঙ্কের

Bank : কোন ব্যাঙ্কে নিরাপদ আপনার টাকা, তালিকা প্রকাশ রিজার্ভ ব্যাঙ্কের

সাম্প্রতিক সময়ে বিশ্বের একাধিক দেশে ব্যাঙ্কিং ক্ষেত্রে সমস্যা দেখা গেছে। সম্প্রতি আমেরিকায় ব্যাঙ্কিং সঙ্কট। চীনেও সেই পরিস্থিতি দেখা গিয়েছিল। এই সময়ে ভারতেও বহু মানুষের ব্যাঙ্কে টাকা রাখার ক্ষেত্রে অনীহা দেখা গিয়েছে। বিশেষত ব্যাঙ্ক কোনো ভাবে দেউলিয়া হয়ে যেতে পারে কিনা, টাকা চোট হবে কিনা, এই সমস্ত প্রশ্ন প্রায়শই সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়৷ এমতবস্থায় দেশের সবচেয়ে সুরক্ষিত ব্যাঙ্কের তালিকা তৈরি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷

ভারতে বর্ত্মানে বেসরকারি ব্যাঙ্কের সংখ্যা ২১ টি এবং সরকারি ব্যাঙ্ক ১২টি। আরবিআই কর্তৃক প্রকাশিত দেশের সবচেয়ে নিরাপদ ব্যাঙ্কের তালিকায় রয়েছে ১টি সরকারি এবং ২টি বেসরকারি ব্যাঙ্ক। আরবিআই এর তরফে জানানো হয়েছে, এই তিনটি ব্যাঙ্কের আর্থিক ভাবে সংকটে পড়ার কোনো সম্ভাবনা নেই। তাছাড়া ব্যাঙ্ক তিনটিকে আরবিআই এর তরফে কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ তালিকায় রাখা হয়েছে। ফলে কোনো সমস্যা তৈরি হলে সরকার ও আরবিআই তা সমাধানে সরাসরি সচেষ্ট হবে। তালিকার সরকারি ব্যাঙ্কটি হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তথা এসবিআই। বেসরকারি ব্যাঙ্ক দু’টি হল এইচডিএফসি ব্যাঙ্ক ও আইসিআইসিআই ব্যাঙ্ক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ