RBI : ২০০০ টাকার নোট এখনও বদলানো যাবে, জানালো রিজার্ভ ব্যাঙ্ক

RBI : ২০০০ টাকার নোট এখনও বদলানো যাবে, জানালো রিজার্ভ ব্যাঙ্ক

বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নেওয়ার ঘোষণা আগেই করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তথা আরবিআই। ব্যাঙ্কে এই নোট জমা করার শেষ দিন ধার্য করা হয়েছিল ৩০ সেপ্টেম্বর। পরে তা বৃদ্ধি করে ৭ অক্টোবর করা হয়। কিন্তু আরবিআই জানিয়েছে, এখনও নির্দিষ্ট প্রক্রিয়ায় রিজার্ভ ব্যাঙ্কে জমা দেওয়া যাবে ২০০০ টাকার নোট।

নোট বন্দির পর ২০১৬ সালের নভেম্বর মাসে প্রথম ২০০০ টাকার নোট চালু করে আরবিআই৷ এরপর চলতি বছরের ১৯ মে আরবিআই জানায়, ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার বিষয়টি। ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ৩ লক্ষ ৪২ হাজার কোটি মূল্যের নোট ব্যাঙ্কে জমা পড়েছে। প্রাথমিক ভাবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নোট জমা দেওয়ার সময়সীমা ধার্য হলেও, তা ৭ অক্টোবর পর্যন্ত ধার্য হয়। ২০১৮-’১৯ অর্থবর্ষ থেকেই ২০০০ টাকার নোট ছাপা বন্ধ করে দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। ৭ অক্টোবরের মধ্যে বাজারে থাকা ২০০০ টাকার নোটের ৯৭.২৬ শতাংশ রিজার্ভ ব্যাঙ্কে জমা পড়েছে। এরপরেও কেউ টাকা জমা না করতে পারলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সরাসরি রিজার্ভ ব্যাঙ্কের দফতরে গিয়ে এই টাকা জমা দিতে হবে। সরাসরি তা ঐ ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুক্ত হবে।

আরও পড়ুন:  বাংলা নিয়ে প্রশান্ত কিশোরের বড় ভবিষ্যত্‍বাণী

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ