Gas Leak in Ludhiana : কারখানায় গ্যাস লিক লুধিয়ানায়, মৃত ১১, এলাকায় বিপর্যয় মোকাবিলা বাহিনী

Gas Leak in Ludhiana : কারখানায় গ্যাস লিক লুধিয়ানায়, মৃত ১১, এলাকায় বিপর্যয় মোকাবিলা বাহিনী

পঞ্জাবের লুধিয়ানার গিয়াসপুরা এলাকায় হঠাৎ গ্যাস লিকের ঘটনা। এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যুর বিষয়ে জানা গিয়েছে। অনুমান, কারখানার গ্যাস লিক করেই এই দুর্ঘটনা। ইতিমধ্যে এলাকায় উদ্ধারকার্য চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ। রয়েছে পুলিশ, দমকল, চিকিৎসক ও অ্যাম্বুলেন্স।

দমকল ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে হঠাৎ করেই স্থানীয়দের শ্বাস জনিত সমস্যা দেখা যায়। অনেকে জ্ঞান হারান। এরপরেই গ্যাস লিক বিপর্যয়ের ঘটনা সামনে আসে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এলাকায় একটি ডেয়ারি প্রোডাক্ট তৈরির কারখানার কুলিং টাওয়ারে কোন ভাবে সমস্যার কারণে গ্যাস লিক হতে শুরু করে। এলাকার ৩০০ মিটার পরিধিতে সাধারণ মানুষজন শ্বাসকষ্ট বোধ করেন। খবর পেয়ে উদ্ধারে নামে এনডিআরএফ এর দল।

জানা গিয়েছে, এখন বিপর্যয় মোকাবিলা বাহিনী এলাকায় রয়েছে। স্থানীয় মানুষজনদের এলাকা থেকে সরানো হচ্ছে। লুধিয়ানার ডেপুটি কমিশনার সুরভি মালিক জানিয়েছেন, এনডিআরএফ এলাকায় গ্যাসের স্যাম্পেল সংগ্রহ করে পরীক্ষা শুরু করেছে। ম্যানহোলের মিথেনের সাথে কোনো বিক্রিয়া হচ্ছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মান টুইটারে ঘটনায় শোকপ্রকাশ করে সমস্ত রকম প্রশাসনিক পদক্ষেপের আশ্বাস দিয়েছেন।

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ