প্রমাণ না থাকলে স্বামীকে চরিত্রহীন-মদ্যপ বলা নিষ্ঠুরতা, জানালো বম্বে হাইকোর্ট

প্রমাণ না থাকলে স্বামীকে চরিত্রহীন-মদ্যপ বলা নিষ্ঠুরতা, জানালো বম্বে হাইকোর্ট

 

বিবাহবিচ্ছেদ সংক্রান্ত একটি মামলার রায় ঘোষণা করতে গিয়ে বম্বে হাইকোর্ট জানালো, কোনো সুনির্দিষ্ট প্রমাণ না থাকলে স্বামীকে চরিত্রহীন বা মদ্যপ বলা নিষ্ঠুরতা।

পুণের পারিবারিক আদালতের রায়ের বিরুদ্ধে নিজের প্রাক্তন সেনাকর্মী স্বামীর বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলায় বম্বে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন ৫০ বছর বয়সী মহিলা। তার স্বামী, মদ্যপ ও অন্য নারীসঙ্গ করেন বলে অভিযোগ করেছিলেন তিনি। ২০০৫ সালে পারিবারিক আদালত তার অভিযোগ খারিজ করে দিয়েছিল। এরপর তার বম্বে হাই কোর্টে দ্বারস্থ হওয়ার পর শুনানির চলাকালীন স্বামীর মৃত্যু হয়। দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ সম্প্রতি ঐ মহিলার অভিযোগ খারিজ করে দিয়ে অভিযোগকারিনী নিজের অভিযোগের প্রেক্ষিতে কোনো প্রমাণ দিতে পারেননি বলে জানিয়েছে। আদালতের আরও বক্তব্য, এই অভিযোগের ফলে অভিযোগকারিণীর স্বামীর মানহানি হয়েছে এবং তা নিষ্ঠুরতার সামিল৷ ২০০৫ সালে পারিবারিক আদালত কতৃক জারি করা বিবাহবিচ্ছেদের ডিক্রি বহাল রেখে মৃতের প্রকৃত উত্তরাধিকারী নির্দিষ্ট করার জন্য নির্দেশ দিয়েছে আদালত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ