রেশন কার্ডে তথ্য ঠিক করা যাবে বাড়ি বসেই, জানুন কিভাবে

images 2024 01 14t171958.026

পরিচয় পত্র হিসাবে হোক বা রেশন পেতে রেশন কার্ড গুরুত্বপূর্ণ। কিন্তু রেশন কার্ডে তথ্য ভুল থাকলে সমস্যায় পড়তে হয়। আগে সেই তথ্য ঠিক করতে দৌড়াতে হত বিডিও অফিসে। কিন্তু এখন বাড়িতে বসেই তা ঠিক করে নেওয়া যাবে।

১. প্রথমে খাদ্য ও সরবরাহ বিভাগের ওয়েবসাইট https://epds.nic.in/ এ যান।
২. হোম পেজে “Ration Card Correction” অপশনটি ক্লিক করুন।
৩. পেজটি এলে আপনার রেশন কার্ডের নম্বর এবং আধার নম্বর দিয়ে সার্চ করুন।
৪. আপনার রেশন কার্ডের তথ্য দেখা যাবে। সেখানে যে তথ্য ঠিক করার তা করে সাবমিট করুন।
৫. আপনার তথ্য আপডেট হয়েছে কিনা ওয়েবসাইটে “Application Status” অপশনে গিয়ে দেখে নিতে পারেন।

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ