Medinipur : পরিত্যক্ত শিশুদের অন্নপ্রাশন সরকারি হোমে

Medinipur : পরিত্যক্ত শিশুদের অন্নপ্রাশন সরকারি হোমে

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

পরিত্যক্ত হয়েছিল সদ্যোজাত দুই শিশু। প্রশাসনিক উদ্ধারের পর থেকেই তাদের ঠিকানা মেদিনীপুরের বিদ্যাসাগর বালিকা ভবন। তাদের ৬ মাস বয়স পূর্ণ হয়েছে৷ তাই রীতি মেনে হোমেতেই অন্নপ্রাশন পালন হল দুই শিশুর৷ উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলাশাসক কেম্পা হোন্নাইয়া, মেদিনীপুর পৌরসভার পুরপ্রধান সৌমেন খান প্রমুখরা। তাঁদের হাতেই প্রথম ভাত খেল শিশু দু’টি।

অনেক সময়েই সদ্যোজাত পরিত্যক্ত শিশুরা উদ্ধার হয় আবর্জনার স্তুপ, নর্দমা ইত্যাদি থেকে। মারাও যায় অনেক নিষ্পাপ প্রাণ। হয়তো সেই পরিত্যাগের পিছনে থাকে সামাজিক বা অর্থনৈতিক পরিস্থিতি। সেই সব অসহায় শিশুগুলির জন্য ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে ‘পালনা’ নামে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। মেদিনীপুর মেডিক্যাল কলেজ, খড়গপুর মহকুমা হাসপাতাল, ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল ও চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের সামনে রাখা থাকবে ‘পালনা’! যেটি লোহার একটি বিশেষ কক্ষ। তার মধ্যে সম্পূর্ণ গোপনে সদ্যোজাত শিশুকে নিরাপদে রেখে আসা যাবে। শিশুকে রাখা হলেই সংকেত পৌঁছে যাবে সংশ্লিষ্ট হাসপাতালের কর্মীদের কাছে। তাঁরা শিশুটিকে উদ্ধার করে চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ঐ শিশুকে রেখে যাওয়া বাবা মা অথবা আত্মীয় স্বজনের পরিচয় কোনও ভাবেই প্রকাশ করা হবে না। ইতিমধ্যে বৃহস্পতিবার সেই ‘পালনা’-র আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন জেলাশাসক খুরশিদ আলি কাদরি।

আরও পড়ুন:  Shalboni : শালবনি ফুটবল অ্যাকাডেমির ফাইনাল ট্রায়ালে ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক সুব্রত পাল

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ