ভাঙড়ে ‘জিনা হারাম’ করে দেওয়ার হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের

images 2024 01 14t173825.421

ভাঙড়ে ফের বিতর্ক! সভা থেকে ‘জিনা হারাম’ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে বিতর্ক তৈরি করলেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের তৃণমূলের পর্যবেক্ষক শওকত মোল্লা। তাঁর মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে।

রবিবার ভাঙড়ের বোদরা অঞ্চলের খড়গাছিতে তৃণমূলের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন শওকত মোল্লা। তিনি বলেন, ‘‘রাজনৈতিক লড়াইয়ে দু-এক জন খুন হলেও শত্রুর সঙ্গে এক ইঞ্চিও কম্প্রোমাইজ করব না।’’ আরও বলেন, ‘‘প্রশাসন যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়, তা হলে তাঁদের শাস্তি এখানকার জনগণের থেকে পেতে হবে। শুধু তাই নয়, তাদের বোদরা এলাকায় ‘জিনা হারাম’ করে দেব! দায়িত্ব নিয়ে আমি বলে যাচ্ছি।’’

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 1/4/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

তৃণমূল বিধায়কের এই মন্তব্য সামনে আসতেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। মন্তব্যের প্রতিবাদ ও সমালোচনায় মুখর হয়েছেন বিরোধীরা। দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে খড়গাছিতে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সমস্যা গুরুতর আকার ধারন করে। তৃণমূলের অভিযোগ, তাদের তিনজন কর্মী হামলায় আহত হয়েছেন।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ