Haldia Petrochemicals : নতুন স্বীকৃতি হলদিয়া পেট্রোকেমিক্যালসের

Haldia Petrochemicals : নতুন স্বীকৃতি হলদিয়া পেট্রোকেমিক্যালসের

নতুন স্বীকৃতি অর্জন করলো ভারতের অন্যতম শীর্ষস্থানীয় পেট্রোকেমিক্যাল সংস্থা হলদিয়া পেট্রোকেমিক্যালস। দেশের প্রথম পেট্রোকেমিক্যাল সংস্থা হিসাবে বিএসআই আইএসও ২৭০০১: ২০২২ পেট্রোকেমিক্যাল সংস্থার স্বীকৃতি অর্জন করলো তারা।

আইএসও স্ট্যান্ডার্ড অনুযায়ী, কোনও সংস্থা নিরাপদ ও নির্ভরযোগ্য ডিজিটাল পরিবেশ তৈরি করলে এই স্বীকৃতি মেলে। তথ্যগত নিরাপত্তার ব্যবস্থাপনার ক্ষেত্রে ঝুঁকির নিয়ন্ত্রণের ব্যবস্থাপনা, সাইবার স্থিতিস্থাপকতা, কার্যক্ষেত্রে উচ্চ গুণমান থাকা প্রয়োজন। সেগুলি অর্জনের ফলেই হলদিয়া পেট্রোকেমিক্যালস উল্লিখিত স্বীকৃতি পেয়েছে।

আরও পড়ুন:  ভোট তো পরের কথা! প্রচারে যেতেই তৃণমূলের প্রার্থীকে ঘিরে বিক্ষোভ

প্রসঙ্গত উল্লেখ্য, হলদিয়ায় সংস্থাটি ৩ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে। প্রোপিলিন এবং ফেনলের মতো রাসায়নিকের চাহিদা এখন বৃদ্ধি পেয়েছে দেশে। সেই উৎপাদনকে পাখির চোখ করে ২০২৬ সালের মধ্যে দেশের সেরা উৎপাদক হয়ে ওঠার লক্ষ্যে বিনিয়োগ প্রকল্প গ্রহণ করেছে হলদিয়া পেট্রোকেমিক্যাল। উন্নত প্রযুক্তি ব্যবহার করে হলদিয়ায় তাদের সর্ববৃহৎ রাসায়নিক উৎপাদন কারখানা তৈরির পরিকল্পনা নিয়েছে সংস্থাটি। সেই কারখানার শিলান্যাস চলতি মাসেই সম্পন্ন হয়েছে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ