Jangalmahal: এক অন্য পুজোর উপহার! লোধা শবর গ্রামগুলিতে আকুত্রা ও একমুঠো স্বপ্ন পরিবার

Jangalmahal: এক অন্য পুজোর উপহার! লোধা শবর গ্রামগুলিতে আকুত্রা ও একমুঠো স্বপ্ন পরিবার

জঙ্গলমহলের (Jangalmahal) পিছিয়ে পড়া আদিবাসী লোধা শবর (Lodha Shabar) অধ্যুষিত গ্রামগুলিতে এক অন্য পুজোর উপহার পৌছে দিল আকুত্রা, ব্যবস্থাপনায় একমুঠো স্বপ্ন পরিবার। নয়াগ্রাম (Nayagram) থানা ও পুলিশ-প্রশাসনের সহযোগিতায় জঙ্গলমহলের (Jangalmahal) ৫৫০ জনের হাতে নুতন বস্ত্র ও কিছু খাদ্য সামগ্রী পুজোর আগাম উপহার হিসেবে তুলে দিলেন স্বেচ্ছাসেবীরা।

একমুঠো স্বপ্ন পরিবারের আহ্বানে সূদূর কলকাতা থেকে আকুত্রা এসে পৌঁছে ছিল জঙ্গলমহলে। পুলিশের সহযোগিতায় তপোবন জঙ্গলের মধ্যে অবস্থিত আদিবাসী লোধা শবর অধ্যুষিত অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া বাশিয়াভোল, দোরখুলি, পাথরডহরা, টিয়াকাটি প্রভৃতি গ্রাম ঘুরলেন তারা। ৫৫০ জনের হাতে নুতন বস্ত্র সঙ্গে ২০০ গ্রাম ছাতুর প্যাকেট, ডিম, কলা, চকলেট, কেক, বিস্কুট প্রভৃতি তুলে দিলেন পুজোর উপহার স্বরূপ।

একমুঠো স্বপ্ন পরিবার ও আকুত্রার তরফে নয়াগ্রাম থানা, পুলিশ প্রশাসন ও বিশেষত সাব ইন্সপেক্টর অশোক দাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তিনিও নিজে সঙ্গী হয়ে উঠেছিলেন এই উদ্যোগের। পুজোর আগে এক অন্য রকম উপহার পৌঁছে দিয়ে আনন্দ প্রকাশ করেছেন একমুঠো স্বপ্ন পরিবার ও আকুত্রার সদস্যরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ