UPI : বন্ধ হতে পারে UPI ID, কিন্তু কেন?

UPI : বন্ধ হতে পারে UPI ID, কিন্তু কেন?

ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) জারি করেছে নতুন নির্দেশিকা। Paytm, GPay প্রভৃতি থার্ড পার্টি অ্যাপগুলোয় লেনদেন করার জন্য ব্যবহৃত UPI ID এক বছরের বেশি সময় ধরে ব্যবহার না করা হলে নিষ্ক্রিয় করা হবে।

বর্তমানে চটজলদি টাকাপয়সা লেনদেনের জন্য ব্যবহার করা হয় ইউপিআই আইডি। ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন GPay, PhonePay, Paytm প্রভৃতি থার্ড পার্টি অ্যাপে ইউপিআই আইডির মাধ্যমে এই লেনদেন নিয়ন্ত্রণ করে। তাদের তরফেই সার্কুলারে বলা হয়েছে, যে সমস্ত UPI আইডি গুলি এক বছর ধরে ব্যবহার করা হয়নি তা ৩১ ডিসেম্বর, ২০২৩ থেকে বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এগুলির মাধ্যমে আর লেনদেন করা যাবে না।

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 28/3/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

অনেকেই মোবাইল নম্বরের মাধ্যমে ইউপিআই আইডি সক্রিয় করেছেন। অথচ মোবাইল নম্বর বদলে গেলেও পুরাতন ইউপিআই আইডি নিষ্ক্রিয় না করেই নতুন আইডি খুলেছেন। অনেকে আইডি থাকলেও লেনদেন করতে ব্যবহার করেন না। তাই ইউপিআই ব্যবহারকারীদের অর্থনৈতিক লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 25/3/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ