Bratya Basu : শিক্ষা মন্ত্রীর কথায় আশার আলো চাকরিপ্রার্থীদের

Bratya Basu : শিক্ষা মন্ত্রীর কথায় আশার আলো চাকরিপ্রার্থীদের

“চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ!” গানটি গাওয়া হয়ে ওঠেনি অনেক অঞ্জন দত্তের। নিয়োগ দুর্নীতিতে জর্জরিত হাজার হাজার চাকরিপ্রার্থী। এক রাশ আশা নিয়ে গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলন শুরু করেছেন চাকরিপ্রার্থীরা। গত শনিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেখানেই এক অনুষ্ঠান করেন। তবে চাকরিপ্রার্থীদের সাথে তিনি দেখা করেননি। অন্যদিকে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি আশার আলো জাগিয়েছেন চাকরিপ্রার্থীদের।

ঐদিন অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল রাজ্যপাল তথা আচার্য সি ভি আনন্দ বোস এর কাজের বিরোধিতার করার জন্য। গান্ধী মূর্তির পাদদেশে বসে থাকা চাকরি প্রার্থীদের সঙ্গে তিনি দেখা করেননি শিক্ষামন্ত্রী। এই প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমরা যখন নিয়োগ শুরু করব তখন আমিই চাকরি প্রার্থীর সাথে প্রথম দেখা করতে যাব।” তবে কি সত্যিই এবার নিয়োগ হতে চলেছে।

রাজ্যবাসীর কাছে গত বছরই নিয়োগ দুর্নীতির রূপ সামনে এসেছে। একাধিক নেতা মন্ত্রী এখনো জেল হেপাজতে। গত বছর জুলাই মাসে ইডির হাতে গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। উদ্ধার হয় ৫০ কোটি টাকা। তারপর তদন্ত এগিয়েছে, গ্রেফতার হতে হয়েছে অনেককেই। বিভিন্ন তদন্ত ও মামলার জেরে ২০১৬ সালের নিয়োগ এখনও স্থগিত। ৭ বছর অতিবাহিত হলেও এসএসসি পরীক্ষা হয়নি। এসএসসি নিয়োগের দাবি নিয়ে চাকরিপ্রার্থীরা আজও গান্ধী মূর্তির পাদদেশে দিন গুনছেন।

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ