Bankura : বাঁকুড়াবাসীর জন্য সুখবর, নতুন হল্ট স্টেশনের জন্য অর্থ বরাদ্দ রেলের

Bankura : বাঁকুড়াবাসীর জন্য সুখবর, নতুন হল্ট স্টেশনের জন্য অর্থ বরাদ্দ রেলের

বাঁকুড়াবাসীর জন্য সুখবর। রেলের তরফে মান্যতা পাওয়া নতুন কাটজুড়িডাঙ্গা হল্ট স্টেশনের জন্যে অর্থ বরাদ্দ করেছে রেল দফতর। বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুভাষ সরকার জানিয়েছেন, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের চিঠিতে তিনি জেনেছেন প্রায় ২ কোটি ৩৫ লক্ষ ৭৫ হাজার টাকা মঞ্জুর হয়েছে নাম নতুন এই হল্ট স্টেশনটির জন্য।

একদিকে বাঁকুড়া স্টেশন ও অন্য দিকে ছাদনা। মাঝের জনপদ কাটজুড়িডাঙ্গা। এখানেই হল্ট স্টেশনের দাবি ছিল দীর্ঘদিন ধরেম স্থানীয়দের সেই দাবিকে আগেই মান্যতা দেওয়া হয়েছে রেলের তরফে। এবার কাটজুড়িডাঙ্গা হল্ট স্টেশনের কাজের জন্য অর্থ বরাদ্দ হল রেলের তরফে। শনিবার বাঁকুড়ায় এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুভাষ সরকার এই ঘোষণা করেন। তিনি আরও জানিয়েছেন, প্রথম পর্যায়ে এই হল্ট স্টেশন তৈরির জন্য তিনি তাঁর সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে প্রায় দেড় কোটি টাকার কিছু বেশি বরাদ্দ করেছিলেন আগেই। ইতিমধ্যে হল্ট স্টেশনে কাজও চলছে। এখন রেলের বরাদ্দ মঞ্জুর হওয়ার খুব দ্রুত কাটজুড়িডাঙ্গা হল্ট স্টেশন কার্যক্ষম হয়ে উঠবে বলে আশা করলেন এলাকাবাসীরা।

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ