Medinipur : আনন্দ মুহূর্তে বিষাদ! স্নানে গিয়ে কংসাবতীতে তলিয়ে মৃত্যু কিশোরের

Medinipur : আনন্দ মুহূর্তে বিষাদ! স্নানে গিয়ে কংসাবতীতে তলিয়ে মৃত্যু কিশোরের

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

কৈশোরের উচ্ছ্বাস মুহূর্তে বদলে গেল বিষাদে। বন্ধুদের সাথে কংসাবতী নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক কিশোর ছাত্র। পরে উদ্ধার হল ১৪ বছর বয়সী ঐ ছাত্রের দেহ। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহর সংলগ্ন আমতলা ঘাট তথা অ্যানিকাট ঘাটে।

জানা গিয়েছে, রবিবার দুপুরে টিউশন থেকে বাড়ি ফেরার পথে ৩ বন্ধু একসঙ্গে নদীতে স্নান করতে নেমেছিল মেদিনীপুর শহর সংলগ্ন আমতলা ঘাট তথা অ্যানিকাট ঘাটে। কিন্তু সাঁতার না জানায় ৩ জনের কোনভাবে জলে ভেসে যায় যায়। তিন কিশোরকে ভেসে যেতে দেখে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরা দু’জনকে উদ্ধার করতে পারলেও মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিদ্যাপীঠের নবম শ্রেণীর ছাত্র রানা দাস (১৪) তলিয়ে যায়।

আরও পড়ুন:  Kharagpur : মালঞ্চ এলাকার বিস্কুট কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকল ও বায়ুসেনার ৭টি ইঞ্জিন

এরপর খবর দেওয়া হয় পুলিশে। কোতোয়ালী থানার পুলিশ পৌঁছে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করে। ঘন্টাখানেকের প্রচেষ্টায় জল থেকে রানার নিথর দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। মৃত ছাত্রের বাড়ি মেদিনীপুর শহরের বড়বাজার এলাকায় বলে জানা গিয়েছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ