ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের ৪২ বছর বয়সী বিস্ফোরক ব্যাটসম্যান ক্রিস গেইলের পরিচয়ের প্রয়োজন নেই। তিনি বিশ্ব ক্রিকেটের পাশাপাশি ক্যারিবিয়ান দলের ও প্রায় সব ক্রিকেট লীগে অংশগ্রহণ করেন। এই সময়ে সারা বিশ্বে তার ভক্তের সংখ্যা প্রচুর।
ক্রিস গেইল গত বেশ কয়েক বছর ধরে ভারতের মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও অনেক দলের অংশ। আইপিএলের কারণে কয়েক মাস ভারতে থাকার সুযোগ পান ক্রিস গেইল। এ সময় তাকে প্রায়ই এখানকার মানুষের সঙ্গে সময় কাটাতে দেখা যায়। প্রেস কনফারেন্সেও গেইল বহুবার ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির প্রশংসা করেছেন। গেইল বলেছেন যে ভারত তার কাছে তার দ্বিতীয় বাড়ি বলে মনে হয়। এ ছাড়া উৎসবের পাশাপাশি এখানকার সংস্কৃতিও তাদের ভালো লাগে।
- Advertisement -
ভারতের প্রতি ক্যারিবিয়ান খেলোয়াড়ের এই সংযুক্তির মধ্যে, তার একটি ছবি আজকাল সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। এই ছবিতে, তাকে দেশের মহান আধ্যাত্মিক সাধক স্বামী বিবেকানন্দের একটি বইয়ের সাথে দেখা যাচ্ছে। ভাইরাল হওয়া ছবিতে গেইলের হাতে যে ছবি দেখা যাচ্ছে, তার নাম ‘লিভিং অ্যাট দ্য সোর্স’।
- Advertisement -
ওয়েস্ট ইন্ডিজের জনজীবনে রামকৃষ্ণ মঠ বা মিশনের তেমন জোরদার কর্মকাণ্ড চলে বলে জানা যায় না। সেখানে রামকৃষ্ণ-বিবেকানন্দ ভাবান্দোলনের প্রকৃত চেহারাটাই-বা কেমন, তা নিয়েও খুব স্পষ্ট ধারণা নেই অনেকের। এমতাবস্থায় কোনও স্কলার বা আধ্যাত্মিক বিষয়ক গবেষক মানুষ বিবেকানন্দ-সংস্পর্শে এলে হয়তো আশ্চর্যের থাকত না। মণে করা হচ্ছে ভারতের সংস্কৃতি ভালো লাগার কারণে স্বামী বিবেকানন্দের বাণীতে মজে আছেন ক্রিস গেইল।