Christmas 2023 : খ্রিস্ট মতে সাধন করেন রামকৃষ্ণ, আজও যীশুর আরাধনা হয় বেলুড় মঠে

Christmas 2023 : খ্রিস্ট মতে সাধন করেন রামকৃষ্ণ, আজও যীশুর আরাধনা হয় বেলুড় মঠে

খ্রিস্টধর্মের ১২ দিন ব্যাপী ক্রিসমাসটাইড অনুষ্ঠানও সামনে। ক্যারলের ঝঙ্কার, গির্জায় গির্জায় বিশেষ উপাসনা, গ্রিটিংস কার্ড বিনিময়, ক্রিসমাস ট্রি সাজানো সঙ্গে রকমারি ভোজ দিয়ে চলবে বাঙালির ‘বড়দিন’। যীশুখ্রীস্টের জন্ম উপলক্ষ্যে পালিত হয় এই খ্রিষ্টমাস। এর সঙ্গে জড়িয়ে বাঙালির অতীত ঐতিহ্যও।

বাঙালিদের অন্যতম মনীষী রূপে পূজিত হন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। বাইবেল পাঠ শোনার পর রামকৃষ্ণদেব খ্রিস্টান মতে সাধন করেছিলেন। যীশুর একটি ছবিও অন্যান্য দেবদেবীর সঙ্গে তাঁর সংগ্রহে ছিল। যেটি প্রত্যহ তিনি ধুপ ধুনো দিতেন। তাৎপর্যের বিষয়, রামকৃষ্ণদেবের তিরোধনের পর এক ২৪ ডিসেম্বরের রাতে যীশুর জীবন আলোচনার পর ধুনি জ্বেলে বিবেকানন্দ ও গুরু ভাইরা হুগলির আঁটপুরে বাবুরাম মহারাজের (স্বামী প্রেমানন্দ) পৈতৃক বাড়িতে ‘পর হিতায়’ জীবন উৎসর্গের শপথ গ্রহণ করেছিলেন। আজও রামকৃষ্ণ মঠ ও মিশনে ২৪ ডিসেম্বর সন্ধ্যারতির পর শুরু হয় যীশুর আরাধনা। বাঙালির ঘরে এসে যীশুর জন্মদিনের উৎসব বড়দিনের রূপ নিয়ে বাঙালির উৎসব হয়ে উঠেছে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ