IPL Auction 2024 : নিলামে সর্বোচ্চ বেস প্রাইস কোন খেলোয়াড়দের, দেখুন তালিকা

IPL Auction 2024 : নিলামে সর্বোচ্চ বেস প্রাইস কোন খেলোয়াড়দের, দেখুন তালিকা

আসন্ন আইপিএল ২০২৪। তার আগে আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ের কোকাকোলা এরিনায় আইপিএল এর নিলাম। এইবছর মোট ১৪টি দেশের ৩৩৩ জন ক্রিকেটার আইপিএল নিলামে অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে মধ্যে ২১৪ জন ভারতীয় ক্রিকেটার এবং ১১৯ জন বিদেশি ক্রিকেটার। নিলামে সর্বোচ্চ বেস প্রাইস রাখা হয়েছে ২ কোটি টাকা। তার পরেই রয়েছে ১.৫ কোটি টাকার বেস প্রাইস। নীচে রইলো এই সর্বোচ্চ দুই বেস প্রাইসে থাকা ক্রিকেটারদের তালিকা।

২ কোটি টাকা বেস প্রাইস –

হ্যারি ব্রুক (ইংল্যান্ড)
ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)
রাইলি রুশো (দক্ষিণ আফ্রিকা)
স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)
জেরাল্ড কোয়েটজি (দক্ষিণ আফ্রিকা)
প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)
ক্রিস ওক (ইংল্যান্ড)
জশ ইংলিশ (অস্ট্রেলিয়া)
লাকি ফার্গুসন (নিউজিল্যান্ড)
জস হ্যাজেলউড (অস্ট্রেলিয়া)
মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)
মুজিব উর রহমান (আফগানিস্তান)
জেমি ওভারটন (ইংল্যান্ড)
ডেভিড উইলি (ইংল্যান্ড)
বেন ডাকেট (ইংল্যান্ড)
মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)
আদিল রশিদ (ইংল্যান্ড)
রাসি ভ্যান ডার ডুসেন (দক্ষিণ আফ্রিকা)
জেমস ভিন্স (ইংল্যান্ড)
শন অ্যাবট (অস্ট্রেলিয়া)
হর্ষল প্যাটেল (ভারত)
শার্দূল ঠাকুর (ভারত)
উমেশ যাদব (ভারত)

১.৫ কোটি টাকা বেস প্রাইস-

ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)
ফিলিপ সল্ট (ইংল্যান্ড)
কলিন মুনরো (নিউজিল্যান্ড)
শেরফেন রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ)
টম কারান (ইংল্যান্ড)
জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)
মহম্মদ নবি (আফগানিস্তান)
জেমস নিশাম (নিউজিল্যান্ড)
ড্যানিয়েল স্যামস (অস্ট্রেলিয়া)
ক্রিস জর্ডন (ইংল্যান্ড)
টাইমাল মিলস (ইংল্যান্ড)
ঝাই রিচার্ডসন (অস্ট্রেলিয়া)
টিম সাউদি (নিউজিল্যান্ড)

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ