Forest Volunteer : এবার ‘ফরেস্ট ভলেন্টিয়ার’ নিয়োগ! নির্দেশিকা বন দফতরের

Forest Volunteer : এবার 'ফরেস্ট ভলেন্টিয়ার' নিয়োগ! নির্দেশিকা বন দফতরের

এবার ‘ফরেস্ট ভলেন্টিয়ার’ নিয়োগ করতে চলেছে বন দফতর৷ বন দফতরের তরফে অনেকটা ‘সিভিক ভলেন্টিয়ার’ ধাঁচে হবে নিয়োগ। ইতিমধ্যে নির্দেশিকাও জারি করেছে বন দফতর। জানা গিয়েছে, হাতির হানায় মৃতদের পরিবারেরা এই নিয়োগে পাবেন চাকরি।

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 31/3/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

গত প্রায় ১ দশক ধরে জঙ্গলমহল জুড়ে হাতির হানায় একের পর এক মৃত্যু ঘটেছে। অভিযোগ, প্রতিশ্রুতি মতো তাঁদের অধিকাংশই পাননি চাকরি। বন্যপ্রাণীর হানায় মৃত প্রায় ৮০০ জনের পরিবার পিছু একজনকে ফরেস্ট ভলান্টিয়ার পদে নিয়োগ করতে প্রায় ১ হাজার পদ তৈরি করেছে বন দফতর। অর্থমন্ত্রকের অনুমোদন ও মন্ত্রীসভার অনুমোদনও মিলেছে। সম্প্রতি প্রকাশিত হয়েছে নির্দেশিকাও। আপাতত মৃতদের পরিবারের তথ্য সংগ্রহ করছে বন দফতর। আশা করা হচ্ছে, শীঘ্রই নিয়োগ হবে বন দফতরে৷

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 3/4/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

 

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ