Asia Cup 2023 : কঠিন অনুশীলনে বিরাট কোহলি, প্রকাশ করলে ইয়ো ইয়ো টেস্টের ফলাফল

Asia Cup 2023 : কঠিন অনুশীলনে বিরাট কোহলি, প্রকাশ করলে ইয়ো ইয়ো টেস্টের ফলাফল

আসন্ন ক্রিকেট এশিয়া কাপ ২০২৩। তার আগে বেঙ্গালুরুতে কঠিন অনুশীলনে ব্যস্ত ভারতীয় দল। ব্যতিক্রম নন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলিও। এমনিতেই নিজের ফিটনেস সচেতনতার জন্য বিশেষ বিখ্যাত তিনি। তাঁর সহ খেলোয়ার ও বর্তমান প্রজন্ম তাঁর ফিটনেস দেখে অনুপ্রাণিত হন। বিরাট এবার নিজের ইয়ো ইফো টেস্টের ফলাফল প্রকাশ করলেন সমাজমাধ্যমে।

আরও পড়ুন:  Asia Cup 2023 : ভারতের প্রস্তুতি শুরু, বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে টিম ইণ্ডিয়া

ইয়ো ইয়ো টেস্ট বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের ফিটনেসের মাপকাঠি। বিরাট কোহলি ইনস্টাগ্রামে নতুন স্টোরি দিয়েছেন। সেখানে তিনি নিজের ছবি দিয়ে লিখেছেন, “ভয়ংকর শঙ্কুর মাঝে ইয়ো ইয়ো টেস্ট শেষ করার আনন্দ! ১৭.২ সম্পূর্ণ!” বিশেষজ্ঞরা বলছেন, এই স্কোর যথেষ্ট ভালো এবং প্রমাণ করে কোহলি ফিটনেসের দিক থেকে সেরা জায়গাতেই রয়েছেন।

আরও পড়ুন:  ASIA CUP 2023 : ভারত-পাকিস্তান ম্যাচে কে বিজয়ী হবে?

এশিয়া কাপ শুরু ৩০ আগস্ট থেকে। শ্রীলঙ্কায় আগামী ২রা সেপ্টেম্বর ভারতের প্রথম ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। শ্রীলঙ্কা উড়ে যাওয়ার আগে ২৯ আগস্ট পর্যন্ত বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে প্রস্তুতি সারবেন বিরাট কোহলিরা।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ