Sujit Bose CBI : এবার দমকলমন্ত্রী সুজিত বসুকে সিবিআই তলব, ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ তত্ত্ব মন্ত্রীর মুখে

Sujit Bose CBI : এবার দমকলমন্ত্রী সুজিত বসুকে সিবিআই তলব, 'রাজনৈতিক ষড়যন্ত্র' তত্ত্ব মন্ত্রীর মুখে

ফের সিবিআই তলব! সূত্রের খবর, পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার সিবিআই সমন দিতে চলেছে রাজ্যের দমকলমন্ত্রী তথা দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন উপপ্রধান সুজিত বসুকে। সূত্রের দাবি, আগামী ৩১ আগস্ট তাঁকে সিবিআই-এর তরফে ডেকে পাঠানো হচ্ছে। যদিও তিনি সিবিআই এর তরফে এখনও কোনও চিঠি পাননি বলে জানিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি প্রশ্ন তুলেছেন, সিবিআই যাঁকে ডাকতে চলেছে তিনি জানার আগেই সংবাদমাধ্যম কি করে জানছে? ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ হতে পারে বলেও উল্লেখ করেছেন রাজ্যের মন্ত্রী।

আরও পড়ুন:  Primary Posting Scam : বদলি অনিয়ম মামলায় ৩০ জন প্রাথমিক শিক্ষককে তলব সিবিআই-এর

রাজ্যে পুরসভার নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে৷ নিয়োগ মামলায় অয়ন শীলকে গ্রেফতার করার পর ইডি সূত্রের তরফে দাবি করা হয়েছিল, অয়নের সল্টলেকের অফিসে তল্লাশি চালিয়ে রাজ্যের একাধিক পুরসভার বিভিন্ন পদে চাকরিপ্রার্থীদের ওএমআর শিট পাওয়া গিয়েছে। এরপর কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তের ভার সিবিআইয়ের উপর দেন। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায় রাজ্য। কিন্তু সিবিআই তদন্তের আদেশ বহাল থাকে। জানা গিয়েছে, সেই মামলায় জেরা করতেই একদা দক্ষিণ দমদম পুরসভার উপপ্রধান পদে থাকা বর্তমানে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুকে তলব করতে চলেছে সিবিআই। ৩১ আগস্ট তাঁকে নিজাম প্যালেসে ডাকা হতে পারে বলে দাবি সিবিআই সূত্রের৷

আরও পড়ুন:  Primary Posting Scam : বদলি অনিয়ম মামলায় ৩০ জন প্রাথমিক শিক্ষককে তলব সিবিআই-এর

অন্যদিকে মন্ত্রীর দাবি, তিনি এখনও সিবিআই-এর কোনও চিঠি পাননি। তিনি বিষয়টি সংবাদমাধ্যম মারফত জেনেছেন বলে জানিয়ে প্রশ্ন তুলেছেন, তাঁকে সিবিআই ডাকতে চলেছে তা তিনি জানতে পারার আগেই সংবাদমাধ্যম কিভাবে জানছে? বিষয়টি “রাজনৈতিক ষড়যন্ত্র হতে পারে” বলেও সন্দেহ প্রকাশ করেছেন তিনি।

 

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ