Medinipur : নেপালে ৬ হাজারি শৃঙ্গ জয় মেদিনীপুরের যুবকের

Medinipur : নেপালে ৬ হাজারি শৃঙ্গ জয় মেদিনীপুরের যুবকের

নেপালের ৬ হাজারি শৃঙ্গ জয় পশ্চিম মেদিনীপুরের যুবক আবির হুদাইতের। শুক্রবার সকালে সফল ভাবে নেপালের আমা দাবলাম শৃঙ্গে (উচ্চতা ৬৮১২ মিটার) আরোহন করেছেন তিনি।

১৬ অক্টোবর কাঠমান্ডু থেকে আমা দাবলামের দিকে যাওয়ার পথে লোবুচে ইস্ট শৃঙ্গ (৬১১৯ মিটার) আরোহণ করেন আবির। এরপর গত বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টা নাগাদ ক্যাম্প-২ থেকে সামিটের দিকে রওনা হন। সঙ্গে ছিলেন এক জন শেরপা ও পিঠে ২০ কেজির ব্যাগ। শুক্রবার শৃঙ্গ ছোঁয়ার পর শনিবার নিরাপদে প্যাংবোচে নেমে এসেছেন আবির।

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

পশ্চিম মেদিনীপুরের জোতঘনশ্যাম গ্রামের বাসিন্দা আবির এখন মধ্যমগ্রামের বাসিন্দা, পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী। বছর তিরিশের এই যুবক দার্জিলিঙের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট (এইচএমআই) থেকে পর্বতারোহণের কোর্স করেন। এরপর তাঁর পাহাড় অভিযানের শুরু। হিমাচলের সিবি ১৩, ভাগীরথী ২, নেপালের আইল্যান্ড পিক, আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ কিলিমাঞ্জারো আরোহন করেছেন তিনি। এবার নেপালের আমা দাবলাম শৃঙ্গে (উচ্চতা ৬৮১২ মিটার) আরোহন করেছেন তিনি। যদিও এটি তাঁর আট হাজার মিটার শৃঙ্গ আরোহনের প্রস্তুতি পর্ব।

আরও পড়ুন:  Kali Puja 2023 : তমলুকের পিপুলবেড়িয়ায় অষ্টধাতুর মূর্তিতে পুজো পান দেবী

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ