BRAKING NEWS

SSC Scam : নবম-দশমের ১৫৭ জন শিক্ষক ছাঁটাই মধ্যশিক্ষা পর্ষদের

SSC Scam : নবম-দশমের ১৫৭ জন শিক্ষক ছাঁটাই মধ্যশিক্ষা পর্ষদের, GNE BANGLA

এবার বিজ্ঞপ্তি জারি করে ১৫৭ জন শিক্ষকের চাকরি বাতিল করেছে মধ্যশিক্ষা পর্ষদ। এর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশ মতোই এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক নিয়োগপ্রাপ্ত কারচুপির অভিযোগে অভিযুক্ত ৮০৫ জন শিক্ষকের মধ্যে ৬১৮ জনের চাকরি বাতিল করা হয়েছিল।

মধ্যশিক্ষা পর্ষদের তরফে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। ৬১৮ জন শিক্ষকের নিয়োগপত্র বাতিলের পর দ্বিতীয় দফায় ১৫৭ জন শিক্ষকের চাকরি বাতিল হল। প্রসঙ্গত উল্লেখ্য, নিয়োগ সংক্রান্ত মামলায় নবম দশমের প্রার্থীদের ওএমআর শিট যাচাই করে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর মামলাটি বিচারপতি বিশ্বজিৎ বসুর কাছে এলে তিনি ওএমআর শিট কারচুপির অভিযোগে ৯৫২ জন শিক্ষকের মধ্যে ৮০৫ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়ের বিপক্ষে শিক্ষকেরা ডিভিশন বেঞ্চে গেলে ডিভিশন বেঞ্চও সেই নির্দেশ বহাল রাখে।

SSC Scam : নবম-দশমের ৬১৮ জন শিক্ষক ছাঁটাই মধ্যশিক্ষা পর্ষদের