SSC Scam: প্রায় ৯০০ কোটি টাকা আদানপ্রদান, চাকরি যেতে পারে অনেক শিক্ষক ও গ্রুপ সি-ডি কর্মীর

SSC Scam: প্রায় ৯০০ কোটি টাকা আদানপ্রদান, চাকরি যেতে পারে অনেক শিক্ষক ও গ্রুপ সি-ডি কর্মীর

শনিবার গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ব্যাংকশাল কোর্ট তাঁর দুই দিনের ইডি হেফাজতের নির্দেশ দিলেও অসুস্থতার কারণে এসএসকেএম হাসপাতালে ভর্তি হওয়ার অনুমতি পেয়েছেন তিনি। সেই রায়ের বিরুদ্ধে আদালতেও গিয়েছে ইডি। ইতিমধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ২২ কোটি টাকা উদ্ধার হয়েছে। গ্রেপ্তার হয়েছেন অর্পিতাও। সূত্রের দাবি, সেই তল্লাশিতে মিলেছে একাধিক নথিও। যাতে এসএসসি-র বিভিন্ন নিয়োগটেট নিয়োগে দুর্নীতির প্রমান রয়েছে বলে দাবি সূত্রের। যদিও এই দাবির সত্যতা GNE Bangla-র তরফে যাচাই করা হয়নি।

শুক্রবার একই দিনে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালায় ইডি। সূত্রের দাবি, প্রাথমিক, স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ সহ গ্রুপ ডি এবং গ্রুপ সি নিয়োগের ক্ষেত্রেও বিপুল টাকার লেনদেন হয়েছে। এমনকি মোট লেনদেনের আনুমানিক হিসাব ৯০০ কোটি বলে দাবি করা হয়েছে। এমনকি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে ইডি প্রচুর নিয়োগপত্রের সুপারিশ সংক্রান্ত কাগজপত্রও পেয়েছে। তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ২০১২ সালের টেট পরীক্ষার ফলাফলের সংশোধিত কপিও পাওয়া গিয়েছে বলে খবর।

বর্তমানে ৪৩ হাজার কর্মরত শিক্ষকের চাকরি পাওয়া নিয়ে সিবিআই তদন্ত চালাচ্ছে। ১০ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত নিয়ে চাকরি হয়েছে বলে অভিযোগ বিভিন্ন অসমর্থিত সূত্রের। এমনকি বিভিন্ন চাকরিপ্রার্থীর পরীক্ষার অ্যাডমিট কার্ডও তল্লাশিতে পাওয়া গিয়েছে বলে খবর। সব মিলিয়ে এখন দুর্নীতির তদন্তে অনিশ্চিত হাজার হাজার চাকরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ