TET Scam: তৃণমূলের লেটার প্যাডে চাকরিপ্রার্থীর লিস্ট, অভিযোগ কেন্দ্র করে উত্তাল সমাজমাধ্যম

TET Scam: তৃণমূলের লেটার প্যাডে চাকরিপ্রার্থীর লিস্ট, অভিযোগ কেন্দ্র করে উত্তাল সমাজমাধ্যম

গ্রেপ্তার হয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। ইডি সূত্রে, তার বিরুদ্ধে ৫৮ হাজার বেআইনি চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে। ইতিমধ্যে তৃণমূলের লেটার হেডে চাকরি প্রার্থীদের সুপারিশের তালিকা সমাজমাধ্যমে প্রকাশ করলেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। যদিও GNE Bangla র তরফে এই দাবির সত্যতা যাচাই করা হয়নি।

আরও পড়ুন:  Mahishadal: শুধু গড়কমলপুর গ্রামের ছাত্রীরাই ভর্তি হতে পারবে গয়েশ্বরী গার্লস হাই স্কুলে, নোটিস নিয়ে বিতর্ক

আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় নিজের সমাজমাধ্যমে লিস্ট প্রকাশ করে দাবি করেছেন, “২০১২ সালে পূর্ব মেদিনীপুর জেলার প্রাথমিকে চাকরি বিক্রি হয়েছিল বলে শুনেছিলাম! আজ তার প্রথম কিস্তির নাম প্রকাশ করলাম। শুধুমাত্র ময়না ব্লকের।” সেই সঙ্গে তার কটাক্ষ, “আশা করি রাজ্যের প্রধান বিরোধী দল এই ঘটনারও নিরপেক্ষ তদন্ত চাইবে?”

আরও পড়ুন:  “অতি বাড় বেড় না, ঝড়ে ভেঙে যাবে”, এসপি-কে হুঁশিয়ারি শুভেন্দুর

প্রকাশ করা ছবিতে একটি লেটার হেডে লেখা রয়েছে ময়না ব্লক তৃণমূল কমিটি, ময়না, পূর্ব মেদিনীপুর। সঙ্গে চাকরিপ্রার্থীর নাম, পিতার নাম, এনরোলমেন্ট নম্বর, তারিখ প্রভৃতির উল্লেখ রয়েছে। এই দাবিকে কেন্দ্র করে ইতিমধ্যেই সমাজমাধ্যমে ও জেলার রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ