“অভিযোগ প্রমাণ করলে রাজনীতি থেকে অবসর নেব”, মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ শুভেন্দুর

সোমবার বিধানসভায় নিন্দা প্রস্তাবের সমর্থনে নিজের বক্তব্যে নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘দাদামনি’ সম্বোধন আনেন চাকরি বিক্রির অভিযোগ। সেই বক্তব্যের প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া দিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। এমনকি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে রাজ্যের বিরোধী দলনেতার দাবি, মুখ্যমন্ত্রী অভিযোগ প্রমাণ করতে পারলে তিনি রাজনীতি থেকে অবসর নিয়ে নেবেন।

আরও পড়ুন:  Jhargram: ‘বীরসার জন্মদিবসে ছুটি’, ছ’টি মূর্তি উন্মোচন ও একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর আনা গুরুতর অভিযোগের প্রেক্ষিতে সাংবাদিকদের শুভেন্দু অধিকারী বলেন, “আমি কখনও পার্থবাবুর কাছের একটি চাকরি দেওয়া কিংবা বদলির আবেদনও জানাইনি। তাই মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেছেন সেই অভিযোগ যদি তিনি প্রমাণ করতে পারেন তাহলে আমি রাজনীতি থেকে অবসর নেব।” তাঁর আরও বক্তব্য, যারা পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছেন, যারা পরীক্ষায় অকৃতকার্য হয়ে চাকরি পেয়েছেন, তাদের অর্থের বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে। এমনকি শাসকদল তাঁর নাম ব্যবহার করে বাঁচতে চাইছে বলে অভিযোগও করেছেন শুভেন্দু। সেই সঙ্গে আদালতের নির্দেশ ও তদন্তের উপর নিজের আস্থাও ব্যক্ত করেছেন বিরোধী দলনেতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ