SSC Scam: পার্থ-কল্যাণময় সহ ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট সিবিআই-এর, নজরে এসএসসি গ্রুপ সি মামলা

SSC Scam: পার্থ-কল্যাণময় সহ ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট সিবিআই-এর, নজরে এসএসসি গ্রুপ সি মামলা

এসএসসি গ্রুপ সি মামলায় পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের সহ মোট ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করলো সিবিআই।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৬ সালে এসএসসি রাজ্যের স্কুলগুলিতে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে। এসএসসি-র গ্রুপ সি পদে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও প্রায় সাড়ে তিনশো জনকে নিয়োগ করা হয়েছে দাবি করে আদালতে মামলা হয়। তারই প্রেক্ষিতে নিয়োগ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জুলাই মাসে ইডির হাতে গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায়। প্রাক্তন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই। সিবিআই আদালতে আবেদন করে পার্থ চট্টোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নেয়। এখনও তিনি সিবিআই হেফাজতেই রয়েছেন। এসএসসির উপদেষ্টা কমিটির চেয়ারম্যান এসপি সিনহা, কমিটির সদস্য অশোক সাহাকেও গ্রেপ্তার করে সিবিআই। ইতিমধ্যে নিয়োগ নিয়ে বাগ কমিটি নিজেদের রিপোর্ট পেশ করেছে আদালতে৷ এবার সিবিআই চার্জশিট পেশ করলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ