HS Examination : আধার কার্ড ছাড়া উচ্চমাধ্যমিক নয়! রেজিষ্ট্রেশনে আধার নম্বর বাধ্যতামূলক

HS Examination : আধার কার্ড ছাড়া উচ্চমাধ্যমিক নয়! রেজিষ্ট্রেশনে আধার নম্বর বাধ্যতামূলক

উচ্চমাধ্যমিক পরীক্ষা আর দেওয়া যাবে না আধার কার্ড ছাড়া। পরীক্ষার রেজিস্ট্রেশনে আধার নম্বর বাধ্যতামূলক ঘোষণা করে বুধবার বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদ। আগামী শিক্ষাবর্ষ থেকে এই নিয়ম কার্যকর হতে চলেছে।

উচ্চশিক্ষা সংসদের সচিব তাপস মুখোপাধ্যায় বিজ্ঞপ্তি জারি করেছেন পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদের তরফে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২২-২৪ শিক্ষাবর্ষের রেজিষ্ট্রেশন ফর্ম পূরণ ও জমা সংসদের ওয়েবপোর্টালে ১৬ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চালু থাকবে। লেট ফাইন দিয়ে ৩ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত করা যাবে। সেই সঙ্গে জানানো হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এই রেজিষ্ট্রেশনের জন্য ছাত্রছাত্রীদের আধার নম্বর থাকা বাধ্যতামূলক। এছাড়াও ২০২২-২৩ শিক্ষাবর্ষের যেসমস্ত ছাত্রছাত্রী রেজিস্ট্রেশনের সময় আধার নম্বর দেননি, তাঁদের অবিলম্বে তা প্রদান করতে হবে। নতুবা আগত উচ্চমাধ্যমিক পরীক্ষায় তাঁদের অ্যাডমিট কার্ড তৈরি সমস্যাজনক হবে এবং আধার নম্বর না দেওয়া পরীক্ষার্থীরা উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসার জন্য বিবেচিত নাও হতে পারেন।

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ