HS Semester : উচ্চ মাধ্যমিকে সেমেস্টার, একাদশ ও দ্বাদশ মিলিয়ে চারবার পরীক্ষা

HS Semester : উচ্চ মাধ্যমিকে সেমেস্টার, একাদশ ও দ্বাদশ মিলিয়ে চারবার পরীক্ষা

২০২৪ শিক্ষাবর্ষ থেকে একাদশ শ্রেণি থেকে শুরু হতে চলেছে সেমেস্টার শিক্ষাব্যবস্থা। একাদশ এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষায় সেমেস্টার পদ্ধতি চালু করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ২০২৪ সালে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া পড়ুয়ারা এই সেমেস্টার পদ্ধতিতেই ২০২৬ সালে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হবেন।

জাতীয় শিক্ষানীতিতে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সেমেস্টার পদ্ধতি চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন সেমেস্টার পদ্ধতিতে করার প্রস্তাব রাজ্যকে ২০২১ সালে দিয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সম্প্রতি রাজ্য মন্ত্রিসভা সেই প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এর ফলে ২০২৪ সালে একাদশ শ্রেণিতে ভর্তি হতে চলা পড়ুয়ারা একাদশ শ্রেণিতে ২টি সেমেস্টার ও দ্বাদশ শ্রেণিতে ২টি সেমেস্টারের পরীক্ষা দেবেন।

দুই শ্রেণির ক্ষেত্রে নভেম্বর মাসে হবে প্রথম সেমেস্টার ও মার্চ মাসে হবে দ্বিতীয় সেমেস্টার। দ্বাদশ শ্রেণিতে প্রথম সেমেস্টার এমসিকিউ মাধ্যমে ও দ্বিতীয় সেমেস্টার নৈর্ব্যাক্তিক প্রশ্নের মাধ্যমে মূল্যায়ন হবে। দু’টো সেমেস্টারের মূল্যায়নের ভিত্তিতে উচ্চ মাধ্যমিকের ফলাফল নির্ধারিত হবে।

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ