- Advertisement -
শনিবার তথা ২ রা সেপ্টেম্বর থেকে মেয়াদ বৃদ্ধি হল সাঁতরাগাছি থেকে চলা দীঘা স্পেশাল ট্রেনের। দক্ষিণ-পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে তা জানানো হয়েছে।
দক্ষিণ-পূর্ব রেল জানিয়েছে, ২ রা সেপ্টেম্বর ও ৯ সেপ্টেম্বর ০৮০৫৭ সাঁতরাগাছি-দীঘা স্পেশাল রাত ১১:৪৫ মিনিটে সাঁতরাগাছি থেকে ছেড়ে পরের দিন ভোর ০৩:৩০ মিনিটে দীঘা পৌঁছাবে। এবং ৩ রা সেপ্টেম্বর ও ১০ সেপ্টেম্বর ০৮০৫৮ দীঘা-সাঁতরাগাছি স্পেশাল সকাল ৮ টায় দীঘা থেকে ছেড়ে বেলা ১২:১০ মিনিটে সাঁতরাগাছি পৌছাবে। ট্রেন দুটি উলুবেড়িয়া, বাগনান, মেছেদা, তমলুক, দেশপ্রাণ ও কাঁথি স্টেশনে থামবে।