Aditya L1 : সূর্যের উদ্দেশ্যে যাত্রা শুরু আদিত্য এল১ এর, সূর্য অভিযানে ইসরো

Aditya L1 : সূর্যের উদ্দেশ্যে যাত্রা শুরু আদিত্য এল১ এর, সূর্য অভিযানে ইসরো

শনিবার ভারতের জন্য এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ। সকাল ১১ টা ৫০ মিনিটে সফল ভাবে সূর্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো দেশের প্রথম সৌর অভিযান আদিত্য এল১। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ন স্পেস রিসার্চ সেন্টারের লঞ্চিং প্যাড থেকে পিএসএলভি সি৫৭ রকেটে চড়ে সূর্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো ইসরোর মহাকাশযান।

সদ্য সফল হয়েছে ইসরোর চাঁদের দক্ষিণ মেরু অভিযান। পৃথিবীর প্রথম দেশ হিসাবে ভারতের লান্ডার বিক্রম সেখানে অবতরণ করেছে। রোভার প্রজ্ঞান এখনও চন্দ্রপৃষ্ঠে কাজ করছে। তারই মধ্যে সৌর অভিযানের উদ্দেশ্যে ইসরোর আদিত্য এল১ যাত্রা শুরু করলো। চন্দ্রযানের মতোই সূর্য অভিযানেও দেশীয় প্রযুক্তিতেই ভরসা রেখেছে ইসরো। বিভিন্ন গবেষণার জন্য আদিত্য এল ১-এর একটি প্রধান পেলোড ও আরও ছ’টি পেলোড, অর্থাৎ যন্ত্র আছে। এই সবকটি পেলোড তৈরি করেছে কোনও না কোন দেশীয় সংস্থা। অভিযানের সঙ্গে যুক্ত আমেদাবাদ স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের অধিকর্তা নীলেশ দেশাই জানিয়েছেন, আদিত্য এল১ এর প্রধান পেলোডটি বানিয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স। বাকি ৬টি বিভিন্ন দেশীয় সংস্থা তৈরি করেছে। এগুলি সূর্যের ফোটোস্ফিয়ার, ক্রোমোস্ফিয়ার এবং সূর্যের একেবারে বাইরের দিকের স্তর কোরোনা, পর্যবেক্ষণ করবে। এছাড়া সূর্যের উত্তাপ, সৌরপদার্থের নিঃসরণ, সৌরঝড়ের মতো সূর্যকেন্দ্রিক বিষয়গুলি নিয়ে বিজ্ঞানীদের তথ্য পাঠাবে।

আরও পড়ুন:  Aditya L1 : দেশীয় প্রযুক্তিই ভরসা, সূর্য অভিযানে স্বনির্ভরতার বার্তা

গণিতজ্ঞ জোসেফ লুই ল্যাগ্রেঞ্জ প্রথম মহাকাশে এল ১ পয়েন্ট আবিষ্কার করেছিলেন। সূর্য এবং পৃথিবীর মধ্যবর্তী এই স্থানে দুইজনের মহাকর্ষীয় শক্তি সমান। পৃথিবী থেকে ১.৫ মিলিয়ন কিলোমিটার দূরে এই স্থানে আদিত্য এল১ কে প্রতিস্থাপনের প্রচেষ্টা করবে ইসরো। প্রায় ১৫ লক্ষ কিলোমিটার যেতে আদিত্য এল১ এর সময় লাগবে প্রায় ১২০ দিন।

আরও পড়ুন:  Aditya L1 : প্রস্তুতি সম্পূর্ণ, সূর্য অভিযানের আগে ছবি প্রকাশ ইসরোর

 

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ