Medinipur : গড্ডালিকাপ্রবাহে মেদিনীপুরবাসী, শ্রীলেদার্সের উদ্বোধনে ‘প্রতিমা দর্শনের’ ভিড়

Medinipur : গড্ডালিকাপ্রবাহে মেদিনীপুরবাসী, শ্রীলেদার্সের উদ্বোধনে 'প্রতিমা দর্শনের' ভিড়

পুজোর বাকি দিন ৫০! কিন্তু মনে হবে তার আগেই যেন অকাল পুজো মেদিনীপুরে। সৌজন্যে শহরে শ্রীলেদার্সের বিপননির উদ্বোধন। পাদুকা সম্ভারের আশায় শ্রীলেদার্সের শোরুমের বাইরে যেন মেদিনীপুর শহরে অকাল দুর্গোৎসবের ‘প্রতিমা দর্শনের’ জমায়েত। লাইনে ভিড় জমিয়ে গড্ডালিকাপ্রবাহে ভেসেছে বিদ্যাসাগরের মেদিনীপুর।

মেদিনীপুরের রবীন্দ্রনগরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ঠিক পেছনে শোরুম গড়ে তুলেছে অভিজাত পাদুকা বিপননি সংস্থা শ্রীলেদার্স। শনিবার তার উদ্বোধন। ঢাকের বাদ্যির সঙ্গে বিপুল জমায়েত সাধারণ মানুষের। উদ্বোধনের সৌজন্যে রয়েছে বিশেষ আকর্ষণ। প্রথমদিনের প্রথম ৫০০০ জন গ্রাহকের জন্য ৯৯৯ টাকার ঊর্ধ্বে কেনাকাটায় ‘শ্রীলেদার্স’ এর তরফে রয়েছে বিশেষ উপহার।

আরও পড়ুন:  Medinipur : সাইবার ক্রাইমের সচেতনতা শিবির আলিগঞ্জ বালিকা বিদ্যালয়ে

শহর ও শহরতলীর মানুষজন সচেতন মূল্যে জুতো, ব্যাগ, বেল্ট থেকে ওয়ালেটের জন্য শ্রীলেদার্সের উপরেই ভরসা রাখে। প্রতিবছরেই পুজোর আগে কলকাতায় শ্রীলেদার্সের শোরুমের সামনে ভিড় পরিলক্ষিত হয়। মেদিনীপুর বাসীকে এতদিন শ্রীলেদার্সের জিনিসপত্রের জন্য কলকাতা যেতে হত। এবার মুশকিল আসান হিসাবেই শহরেই উদ্বোধন হল শ্রীলেদার্সের বিপনীর। সেই উদ্বোধনে ‘উপহারের’ আশায় গড্ডালিকাপ্রবাহে ভেসে ভিড় জমিয়েছেন মেদিনীপুরবাসী।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ