Duyare Sarkar : ফের শুরু ‘দুয়ারে সরকার’ শিবির, চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

Duyare Sarkar : ফের শুরু ‘দুয়ারে সরকার’ শিবির, চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

রাজ্যে শুরু হতে দুয়ারে সরকার শিবির। শুক্রবার, ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই শিবির। বৃহস্পতিবার রাতে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। অন্যান্য বারের মতোই সমস্ত সরকারি প্রকল্পের জন্য আবেদন করা যাবে এই শিবির থেকে।

জানানো হয়েছে, এবারে স্থায়ী ও ভ্রাম্যমাণ দুই ধরনের পরিষেবা প্রদান শিবির আয়োজিত হতে চলেছে। প্রায় এক লক্ষ শিবিরে আবেদনপত্র গ্রহণ করা হবে। শিবিরগুলির মধ্যে ৩৬ শতাংশ ভ্রাম্যমাণ এবং বাকি ৬৪ শতাংশ প্রচলিত শিবির। নিজের জেলা, ব্লক ও পঞ্চায়েত/ওয়ার্ড নির্দিষ্ট করে নিকটবর্তী শিবিরের খোঁজ মিলবে http://ds.wb.gov.in এই ওয়েবসাইটে৷ খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জাতি শংসাপত্র, কৃষকবন্ধু, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী প্রভৃতি প্রকল্পের সঙ্গে চারটি নতুন প্রকল্পের জন্য আবেদন করা যাবে৷ সেগুলি হল – বার্ধক্য ভাতা, পরিযায়ী শ্রমিকের নথিভুক্তিকরণ, উদ্যম পোর্টালে নথিভুক্তিকরণ, হস্তশিল্পী এবং তাঁতশিল্পীদের তালিকাভুক্তকরণ। প্রসঙ্গত উল্লেখ্য, এপ্রিল মাসে বিগত শিবির আয়োজিত হয়েছিল।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ