Medinipur : সকালে বিজেপি বেলায় তৃণমূল, দিনভর বোর্ড গঠন নাটক মেদিনীপুরে

Medinipur : সকালে বিজেপি বেলায় তৃণমূল, দিনভর বোর্ড গঠন নাটক মেদিনীপুরে

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
বৃহস্পতিবার সারা দিন ধরে বোর্ড গঠনকে কেন্দ্র করে বিজেপি-তৃণমূল নাটক চললো মেদিনীপুর সদরের মণিদহতে। সকালে তৃণমূল কংগ্রেসের ৩ জন পঞ্চায়েত সদস্য পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির পার্টি অফিসে বিজেপিতে যোগ দেন। কিন্তু বেলাগড়াতেই তাঁরা ভোলবদল করে তৃণমূলের বোর্ড গঠনে অংশ নিলেন। যা কেন্দ্র করে দিনভর অভিযোগ-পাল্টা অভিযোগের পালা চললো। তৈরি হল উত্তেজনা।

সদ্য হওয়া পঞ্চায়েত নির্বাচনে মণিদহ গ্রাম পঞ্চায়েতে তৃণমূল ১০টি ও বিজেপি ৭টি আসনে জয়লাভ করে। বোর্ড গঠনের কথা ছিল তৃণমূলেরই। প্রাথমিক ভাবে তৃণমূলের বৈঠকে সিপিআইএমের প্রাক্তন প্রধান, বর্তমানে তৃণমূল পঞ্চায়েত সদস্য কানাই হেমব্রমকে প্রধান করা হবে বলে স্থির হয়। কিন্তু দলের সিদ্ধান্ত পরিবর্তনের বিষয়ে জেনে বৃহস্পতিবার সকালে তৃণমূলের ৩ জন পঞ্চায়েত সদস্য কানাই হেমব্রম, স্বপন দাস ও শকুন্তলা দোলই বিজেপিতে যোগ দেন।

আরও পড়ুন:  Garbeta : বকেয়া বিল সহ একাধিক দাবিতে ডেপুটেশন অঙ্গনওয়ারী কর্মীদের

কিন্তু পরক্ষণেই ভোলবদল। কয়েকঘন্টা পরেই তৃণমূলের হয়ে বোর্ড গঠনে অংশ নেন তাঁরা। বিজেপির অভিযোগ, ঐ পঞ্চায়েত সদস্যরা মেদিনীপুর থেকে গাড়িতে পঞ্চায়েত বোর্ড গঠনে যোগ দিতে আসার সময় পুলিশ কঙ্কাবতী নাকা চেকিং-এ গাড়ি থামিয়ে কানাই হেমব্রম ও স্বপন দাসকে তুলে নিয়ে গেছে। অন্য দিকে শকুন্তলা দোলই বিজেপির সঙ্গে থাকলেও পরে বিজেপির হয়ে বোর্ড গঠনে অংশ নিতে অস্বীকৃতি জানান। পুলিশের গাড়িতে দুই পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত অফিসে পৌঁছে তৃণমূলের হয়ে বোর্ড গঠনে অংশ নেন। যা কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখান। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়। এএসপি মহম্মদ এহসান কাদরী জানিয়েছেন, “কালরাতে আমাদের কাছে অভিযোগ আসে মণিদহ গ্রাম পঞ্চায়েতের কয়েকজন সদস্যকে অপহরণের পর বলপ্রয়োগ করে দল পরিবর্তন করানো হচ্ছে। এরপর সকালে আমাদের কাছে খবর আসে তাঁদের একটি গাড়িতে মণিদহ গ্রাম পঞ্চায়েতে আনা হচ্ছে। গাড়িটিকে সনাক্ত করে তাঁদের উদ্ধার করে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। ওনাদের এরপর মণিদহ গ্রাম পঞ্চায়েতে আনা হয়। বিষয়টি তদন্ত করে দেখা হবে আসলে কি ঘটনা ঘটেছিল।”

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ