HS 2024 Exam Date : ২০২৪ সালের উচ্চমাধ্যমিক কবে, জেনে নিন দিনক্ষণ

HS 2024 Exam Date : ২০২৪ সালের উচ্চমাধ্যমিক কবে, জেনে নিন দিনক্ষণ

বুধবার প্রকাশিত হয়েছে এই বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। তারই মধ্যে ঘোষিত হল আগামী বছর তথা ২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ। ২০২৪ সালে ১৬ ফেব্রুয়ারি শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং শেষ হবে ২৯ ফেব্রুয়ারি। পরীক্ষার সময় বেলা ১২টা থেকে বিকাল ৩টে ১৫ মিনিট পর্যন্ত।

আগামী বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়ে পরিবর্তন করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ১৬ ফেব্রুয়ারি শুক্রবার হবে প্রথম ভাষার পরীক্ষা এবং শেষ দিন ২৯ ফেব্রুয়ারি। নীচে দেখুন সম্পূর্ণ সূচী।

উচ্চমাধ্যমিক ২০২৪ পরীক্ষা সূচী-
১৬ ফেব্রুয়ারি (শুক্রবার): বাংলা (প্রথম ভাষা), ইংরেজি (প্রথম ভাষা), হিন্দি (প্রথম ভাষা), নেপালি (প্রথম ভাষা), উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলুগু, গুজরাটি এবং পঞ্জাবি।

১৭ ফেব্রুয়ারি (শনিবার): হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং, সিকিউরিটি, আইটি অ্যান্ড আইটিইএস, ইলেকট্রনিকস, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপ্ররেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এগ্রিকালচার, পাওয়ার – ভোকেশনাল সাবজেক্ট।

১৯ ফেব্রুয়ারি (সোমবার): ইংরেজি (দ্বিতীয় ভাষা), বাংলা (দ্বিতীয় ভাষা), হিন্দি (দ্বিতীয় ভাষা), নেপালি (দ্বিতীয় ভাষা), অল্টারনেটিভ ইংলিশ।

২০ ফেব্রুয়ারি (মঙ্গলবার): অর্থনীতি।

২১ ফেব্রুয়ারি (বুধবার): ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি।

২২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): কম্পিউটার সায়েন্স, মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিস্যুয়াল আর্টস।

২৩ ফেব্রুয়ারি (শুক্রবার): কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, ফিলোজফি, সোশিয়োলজি।

২৪ ফেব্রুয়ারি (শনিবার): কেমিস্ট্রি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, আরবিক, ফরাসি।

২৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার): ম্যাথমেটিক্স, সাইকোলজি, অ্যানথ্রোপলজি, অ্যাগ্রোনমি, ইতিহাস।

২৮ ফেব্রুয়ারি (বুধবার): বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্স।

২৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): স্ট্যাটিস্টিকস, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ