৩০ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি প্রশ্নের মুখে পড়তে পারে! ১৩৯ জনের নম্বর মিলিয়ে দেখার নির্দেশ

৩০ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি প্রশ্নের মুখে পড়তে পারে! ১৩৯ জনের নম্বর মিলিয়ে দেখার নির্দেশ

২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ৩০ হাজার জনের বেশি নিয়োগ নিয়ে মামলার প্রেক্ষিতে ১৩৯ জনের নম্বর মিলিয়ে দেখতে প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

১৪০ জন প্রশিক্ষিত চাকরিপ্রার্থী হাইকোর্টে মামলা করে দাবি করেছেন, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় প্যানেলে থাকা ৮২৪ জন ইন্টারভিউ না দিয়েই মামলাকারীদের থেকে কম নম্বর পেয়েছেন। তাদের ১৩৯ জনের একটি তালিকা তৈরি করে আদালতে পেশ করা হয়েছে যাঁরা মামলাকারীদের থেকে কম নম্বর পেয়েছেন। এইদিন মঙ্গলবার বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছেন ১৩৯ জনের তালিকাটি খতিয়ে দেখতে। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, “এই নিয়োগ বেআইনি ভাবে হলে চাকরি বাতিল করবে আদালত।”

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ