‘মাস্ক না পড়লে শাস্তি অসাংবিধানিক’ দাবি করে জনস্বার্থ মামলা, রাজ্যের হলফনামা তলব হাইকোর্টের

'মাস্ক না পড়লে শাস্তি অসাংবিধানিক' দাবি করে জনস্বার্থ মামলা, রাজ্যের হলফনামা তলব হাইকোর্টের

কোভিডের কারনে মাস্ক পরিধান না করলে শাস্তি বিধান করা হয়েছিল প্রশাসনের তরফে। সেই সিদ্ধান্তকে অসাংবিধানিক হিসেবে উল্লেখ করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন এক ব্যক্তি।

মামলাকারী আদালতে জানিয়েছেন, সুপ্রিম কোর্টে একটি মামলার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, মাস্ক পরার জন্য দেশের জনগণকে উপদেশ দেওয়া হয়েছিল, বাধ্য করা হয়নি। একই সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাস্ক পরিধান বাধ্যতামূলক উল্লেখ করেনি। এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ চার সপ্তাহের মধ্যে এই বিষয়ে রাজ্য সরকারকে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ