রাজ্যর তরফে প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে প্রদর্শনের জন্য নির্দিষ্ট করা হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বোসের জীবন আধারিত ট্যাবলো। কিন্তু তা বাতিল করে দেয় কেন্দ্রীয় সরকার। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে বৃহস্পতিবার জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। সোমবার ছিল তার শুনানি। কেন্দ্র নিজের ব্যাখ্যা দেওয়ার পর কম সময়ের মধ্যে আদলতের পক্ষে পদক্ষেপ সম্ভব না হওয়ায় বাতিল হল মামলা।
বৃহস্পতিবার আইনজীবী রমাপ্রসাদ সরকার কলকাতা হাইকোর্টে ট্যাবলো নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেন। সোমবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি ছিল। কেন্দ্রের হয়ে সওয়াল করেন কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল ওয়াই জে দস্তুর। কেন্দ্রের তরফে ট্যাবলো বাতিল করা নিয়ে তিনি ব্যাখ্যা দেন, ‘১৯৪৬ সালে নৌ-বিদ্রোহের সময় ভারতীয় সেনার সঙ্গে আইএনএ যুক্ত ছিল। সে সময় বহু সেনা নিহত হন। তাঁদের মধ্যে ছিলেন আইএনএ-র সেনারাও। তাঁদের প্রতি সম্মানজ্ঞাপন করে একটি ট্যাবলো তৈরি হয়েছে। সে জন্যই আলাদা করে ওই নেতাজির ট্যাবলো রাখা হয়নি।’
- Advertisement -
শুনানির শেষে হাইকোর্ট জানায় একদিন পরে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান হওয়ার কারনে কার্যকরী পদক্ষেপ নেওয়া আদালতের পক্ষে সম্ভব নয়। তাই মামলাটি খারিজ করে দেওয়া হয়।