ভোটের জন্য জাত বদলের অভিযোগ তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে, তদন্তের নির্দেশ দিল আদালত

বিধাননগর পুরসভার ২০ ওয়ার্ডের তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ নাগের তপসিলি জাতি’র শংসাপত্রটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ঐ ওয়ার্ডেরই নির্দল প্রার্থী তপনকুমার সাহা। তাঁর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার তদন্তের নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।

আসন্ন পুরভোটে বিধাননগরের ২০ নম্বর ওয়ার্ডটি তফসিলি আসন হিসেবে সংরক্ষিত সেখানেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন প্রসেনজিৎ নাগ। তাঁর ‘তপসিলি জাতি’র শংসাপত্রটি বৈধ নয় এই অভিযোগ এনে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হন তপনকুমার সাহা। রিপোর্ট চাওয়া হয় উত্তর ২৪ পরগনার জেলাশাসককের কাছে। কিন্তু বিষয়টির সুরাহা না হওয়ায় আদালতে মামলা করেন তপনকুমার সাহা।

আরও পড়ুন:  বিস্ফোরণে তৃণমূল নেতার ঘর ধূলিসাৎ, অভিষেকের সভার আগেই মৃত ৩

অন্যদিকে মামলাকারী তপনকুমার সাহা বিধাননগর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী। কিন্তু হাইকোর্টের কাছে সেই তথ্য গোপন করায় তাঁর ৫০ হাজার টাকা জরিমানা করেছে হাইকোর্ট। একই সঙ্গে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ পুলিশের ডিজিকে তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ নাগের বিতর্কিত তপসিলি জাতি শংসাপত্রটি তদন্ত করে যাচাইয়ের নির্দেশ দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ