BRAKING NEWS

SSC : ‘বাল্মিকী থেকে রত্নাকর হবেন না’! এসএসসিকে ‘দস্যু থেকে সাধু’ হতে বললেন বিচারপতি বসু

এসএসসি এখন ‘বাল্মিকী’। পুনরায় ‘রত্নাকর’ না হওয়ার পরামর্শ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। প্রকারান্তরে এসএসসি-কে ‘দস্যু থেকে সাধু’ হয়ে আত্মশুদ্ধির বার্তা দিলেন তিনি।

এসএসসি-র নবম ও দশম শ্রেণির নিয়োগ মামলায় অভিযোগ ওঠে ওএমআর শিটে কারচুপির৷ অভিযোগ ওঠা ৯৫২ জন শিক্ষকের মধ্যে ৮০৫ জনকে চাকরি থেকে বরখাস্ত করতে এসএসসি-কে নির্দেশ দেন বিচারপতি বসু। সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যান শিক্ষকেরা। বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে শুনানি শেষ হলেও রায় ঘোষণা হয়নি এবং বিচারপতি বসুর নির্দেশে স্থগিতাদেশও দেওয়া হয়নি। ফলে নির্দেশ অনু্যায়ী অভিযুক্ত শিক্ষকদের বরখাস্ত করার প্রক্রিয়া শুরু করেছে এসএসসি।

TET Scam : ইংরাজি বোঝেন না ইন্টারভিউয়াররা! অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জেরায় 'বাংলার' আবেদন

সেই মামলার শুনানি বুধবার ছিল বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। তিনি এসএসসি-র উদ্দেশ্যে বলেন, “দস্যু রত্নাকর বাল্মীকি হয়েছিলেন, কিন্তু বাল্মীকি যদি রত্নাকর হয় তা হলে মুশকিল।” তাঁর পরামর্শ, “বাল্মীকির মতো নিজেকে শুদ্ধ করুন।” বিচারপতি বলেন, ‘‘মনে রাখবেন, এসএসসি যে পরিজনদের ত্যাগ করেছেন, তাঁরা এখন জেলে।’’ সেই সঙ্গে শিক্ষকদেরও বার্তা দিয়ে বিচারপতি বলেছেন, “দুর্নীতিতে আপনাদের কী ভূমিকা সেটা দেখুন।”

IIT Kharagpur : র‍্যাগিং-এ পড়ুয়ার আত্মহত্যার অভিযোগ, আদালতের অবস্থানে ৭ জনের বিরুদ্ধে মামলা পুলিশের