BRAKING NEWS

TET Scam : ইংরাজি বোঝেন না ইন্টারভিউয়াররা! অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জেরায় ‘বাংলার’ আবেদন

TET Scam : ইংরাজি বোঝেন না ইন্টারভিউয়াররা! অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জেরায় ‘বাংলার’ আবেদন, GNE BANGLA

‘ইংরাজি’ বোঝেন না ইন্টারভিউয়াররা। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রুদ্ধদ্বার জেরার মুখে ‘বাংলায় বলার’ আবেদন জানালেন প্রাথমিক প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া ইন্টারভিউয়াররা।

প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় দুর্নীতির অভিযোগের মামলায় পরীক্ষার্থীদের তরফে অভিযোগ উঠেছে, সঠিক নিয়ম মেনে ইন্টারভিউ নেওয়া হয়নি। তারই প্রেক্ষিতে মঙ্গলবার ৪টি জেলার ৪০ জন ইন্টারভিউয়ারকে আপাতত তলব করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। হাইকোর্টের কর্মীদের ডিএ-র দাবিতে কর্মবিরতির মধ্যেই রুদ্ধদ্বার ভাবে ইন্টারভিউয়ারদের জেরা করেন বিচারপতি। যদিও হাওড়ার ইন্টারভিউয়াররা উপস্থিত না থাকায় ছিলেন ৩০ জন ইন্টারভিউয়ার।

TET Scam : এবার গ্রেপ্তার অভিনেতা! সিবিআই এর জালে তৃণমূলের নেতা-অভিনেতা

সূত্রের খবর, বিচারপতির জেরায় ইন্টারভিউয়ের ক্ষেত্রে ‘অ্যাপ্টিটিউট টেস্ট’ এর বিষয়েই জানেন না অনেক পরীক্ষক। শুধু তাই নয়, জানা গিয়েছে বিচারপতির জেরার সময় বোঝার সুবিধার জন্য ইংরাজির বদলে বাংলায় বলার জন্যও আবেদন করেন অনেকে।