হাইকোর্টের ভোটেও হুমকির অভিযোগ, ভর্ৎসনা বিচারপতির

images 2024 01 24t181303.764

এবার কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের ভোটকে কেন্দ্র করেও উঠলো হুমকিঅভিযোগ! হাইকোর্টেই দায়ের হল মামলা! আইনজীবীদের তীব্র ভর্ৎসনা করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। যদিও মামলা গ্রহণ না করে প্রথমে দুই পক্ষের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন বিচারপতি।

আগামী ২৯ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের ভোট। হাইকোর্টে ‘সাবাম’ নামে আইনজীবীদের একটি সংগঠনের সদস্যরা অভিযোগ আনেন, তৃণমূল সমর্থিত কিছু প্রার্থী তাঁদের ভোটে না দাঁড়ানোর জন্য হুমকি ও চাপ দিচ্ছেন। তাঁরা বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলা দায়ের করার অনুমতি চান। মামলার বিষয়ে শোনার পরেই আইনজীবীদের তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি। তিনি বলেন, “বারের ভোটেও এমন অভিযোগ! আপনারা কোথায় নিজেদের নামাচ্ছেন!”

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 26/3/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

বিচারপতি আরও বলেন, “হাইকোর্টের ভোটেও এমন অভিযোগ! আপনারা কাদের বিরুদ্ধে অভিযোগ করছেন? সবাই সহকর্মী, ব্রাদার লইয়ার। আগে আমি দু’জনের সঙ্গে কথা বলব। তারপরে মামলা গ্রহণ করব কি না ভাবব।” তাঁর সংযোজন, “এর আগে কোনওদিন এমন অভিযোগ শুনিনি। ভাবিওনি হাইকোর্টে ভোট নিয়ে এমন অভিযোগ কোনওদিন শুনতে হবে। বৃহস্পতিবার সকাল ১১ টায় আগে দু’জনকে আসতে হবে। কোর্ট আগে কথা বলবে তাঁদের সঙ্গে।”

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 28/3/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ