মানিক ভট্টাচার্য দিয়েছেন ৫৮ হাজার বেআইনি চাকরি, সুপ্রিম কোর্টে শুনানির আর্জি খারিজ

মানিক ভট্টাচার্য দিয়েছেন ৫৮ হাজার বেআইনি চাকরি, সুপ্রিম কোর্টে শুনানির আর্জি খারিজ

সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল মানিক ভট্টাচার্যের জরুরি শুনানির আর্জি। ব্যাঙ্কশাল কোর্টেই ফেরত গেল প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির মামলা। অন্যদিকে ইডি সুত্রের খবর, ৫৮ হাজার বেআইনি চাকরি হয়েছে তাঁর আমলে।

সোমবার সারা রাত সিজিও কমপ্লেক্সে মানিক ভট্টাচার্যকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। এরপর বয়ানে অসঙ্গতি ও তদন্তে অসহযোগিতার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাঁকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেয় ইডি। ইতিমধ্যে মানিকবাবু তাঁর মামলার জরুরি ভিত্তিক শুনানির আর্জি জানান সুপ্রিম কোর্টে। তা খারিজ হয়ে গিয়েছে। এখনই এই মামলায় হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ আদালত।

অন্যদিকে ইডি সূত্রে খবর, মানিক ভট্টাচার্য নিজের একাধিক পরিজনের নামে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে টাকা রেখেছেন। সেই টাকার উৎস সম্পর্কে সঠিক তথ্য মেলেনি বলে দাবি ইডি সূত্রের। এমনকি বেআইনি লেনদেনের মাধ্যমে ৫৮ হাজার বেআইনি চাকরি হয়েছে তাঁর আমলে ইডি সুত্রের দাবি এমনও।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ