Partha Chatterjee: মন্ত্রীমশাই দু’দিনের ইডি হেফাজতে, মানসিকভাবে বিপর্যস্ত পার্থ

Partha Chatterjee: মন্ত্রীমশাই দু’দিনের ইডি হেফাজতে, মানসিকভাবে বিপর্যস্ত পার্থ

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দুই দিনের ইডি হেফাজত দিল আদালত। সোমবার ফের এমপি-এমএলএ আদালতে এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী সূত্রে। অন্যদিকে গ্রেপ্তারের পর পার্থ চট্টোপাধ্যায় মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে খবর সূত্রের।

শুক্রবার সকাল প্রায় সাড়ে সাতটা থেকে ইডি আধিকারিকের দল প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাকতলার বাড়িতে অভিযান চালিয়ে জেরা শুরু করে। প্রায় ২৭ ঘন্টার ম্যারাথন জেরার পর শনিবার সকালে গ্রেপ্তার করা হয় তাঁকে। জোকার ইএসআই হাসপাতালে প্রায় ঘণ্টা দেড়েকের ধরে ডাক্তারি পরীক্ষা করানো হয় পার্থ বাবুর। তারপরে তাঁকে পেশ করা হয় ব্যাঙ্কশাল কোর্টে। প্রথমে তাঁর ১৪ দিনের হেফাজত চান ইডির আইনজীবীরা। কিন্তু সওয়াল জবাবের পরে পার্থবাবুর ২ দিনের ইডি হেফাজত মঞ্জুর করেছে।

অন্যদিকে গ্রেপ্তারির পর পার্থ চট্টোপাধ্যায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে খবর ইডি সূত্রের। মানসিকভাবে ভেঙে পড়ে তিনি বারবার তাঁর মানসম্মান সমস্ত নষ্ট হয়ে গেল বলে আক্ষেপ করছেন বলে খবর। যদিও GNE Bangla-র তরফে এই তথ্যের সত্যতা যাচাই করা হয়নি এবং আনুষ্ঠানিক ভাবে সমর্থনও মেলেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ